স্টাফ রিপোর্টার, কলকাতা: পিছিয়ে গেল রাজ্য মন্ত্রিসভার সদস্যদের শপথে গ্রহণের অনুষ্ঠান৷ রবিবার নয়,  আগামী সোমবার শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবী মন্ত্রীরা। রাজভবন সূত্রে এমনটাই জানা যাচ্ছে। সোমবার সকাল ১১টায় রাজভবনে মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তবে করোনা সংক্রমণের জন্য শপথ অনুষ্ঠান হবে সংক্ষিপ্ত।

আরও পড়ুন: সতর্কতা বজায় রাখলে ছড়াবে না করোনার তৃতীয় ঢেউ, বললেন দেশের বিজ্ঞান উপদেষ্টা

গত বুধবার রাজভবনে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন মন্ত্রিসভার কোনও সদস্যকে শপথ বাক্য পাঠ করাননি রাজ্যপাল। ঠিক ছিল রবিবার হবে শপথগ্রহণ! রাজভবন সূত্রে খবর, রবিবার নয়, মমতার মন্ত্রিসভার সদস্যরা সোমবার শপথ নেবেন। ওই দিন বেলা ১১টায় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। শপথ নেবেন ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রীরা। জানা গিয়েছে, করোনা পরিস্থিতিতে অনেক কাজ বাকি পড়ে যাচ্ছে। আর সেই কারনেই সোমবার ক্যাবিনেট মন্ত্রীদের প্রথম শপথ গ্রহণ করাতে চান মমতা। কারা কারা মমতার মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন তা নিয়ে জল্পনা চলছে। তৃণমূল সূত্রের খবর, রাজ্য মন্ত্রিসভায় পুরনোদের পাশাপাশি থাকবে অনেক নতুন মুখও।

আরও পড়ুন: বেসরকারি হাসপাতালগুলিকে ভ্যাকসিন দেওয়া পুরোপুরি বন্ধ করল রাজ্য

সূত্রের খবর, সোমবার শপথ নেওয়ার পরই নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে নবান্নে। ওই দিন বেলা ৩টে থেকে শুরু হবে বৈঠক। সেখানেই নতুন মন্ত্রীদের কাজ নিয়ে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী।

এদিকে, শুক্রবার বিধানসভায় এসে শপথ গ্রহণ করলেন কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক মুকুল রায়।ঘটনাচক্রে মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীরা যে গেট দিয়ে বিধানসভায় প্রবেশ করেন, সেই গেট দিয়েই ঢোকেন মুকুল। এসে তৃণমূল পরিষদীয় দলের ঘরে যান প্রাক্তন তৃণমূল নেতা। সেখানে এক সরকারি আধিকারিকের সঙ্গে বেশ কিছু ক্ষণ কথা বলে চলে যান শপথগ্রহণ কক্ষে। সেখানে প্রোটেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায় তাঁকে শপথবাক্য পাঠ করান। পরে অধিবেশন কক্ষে থাকা তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সঙ্গেও বেশ কিছু ক্ষণ কথা বলতেও দেখা যায় মুকুল রায়কে।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.