আগামি ১৫ দিন আতঙ্কের
আগামি ১৫ দিন ভয়ঙ্কর হতে চলেছে রাজ্যের। করোনা পরিস্থিতি আরও খারাপ হবে আগামি ১৫ দিন। তাই আগে থেকেই সতর্ক হতে শুরু করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই একাধিক ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়েছে। আংশিক লকডাউন চলছে বাজারে। পরিস্থিতি সামাল দিতে বন্ধ করে দেওয়া হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। দোকান বাজার খোলা রাখার সময় সীমা বেধে দেওয়া হয়েছে।
মোদীকে চিঠি মমতার
আগামী ৭-৮ দিন আরও খারাপ হবে রাজ্যের পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিতে মমতা লিখেছেন আগামী কয়েকদিন রাজ্যে অক্সিজেনের চাহিদা বাড়বে। তাই বাংলার জন্য বরাদ্দ অক্সিজেন যেন বাড়ানো হয় তার অনুরোধ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যে বেড সংকট
ইতিমধ্যেই রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ লাগাম ছাড়া হয়ে গিয়েছে। একাধিক হাসপাতালে বেড মিলছে না।অক্সিজেনের সংকট তৈরি হচ্ছে ধীরে ধীরে। আগামী এক সপ্তাহ রাজ্যে আরও বাড়বে করোনা সংক্রমণ। হাসপাতালের বেড বাড়ানোর নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও করোনা রোগীর বেড বাড়ানোর কথা বলা হয়েছে।
নবান্নে পা রেখেই একের পর এক রদবদল,একের পর এক জেলাশাসক বদলি, ঘর গোছালেন মমতা
মোদীকে নিশানা মমতার
তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে বিজেপিকে নিশানা করেছেন মমতা। চিনি অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাইরে থেকে নেতারা এসে রাজ্যে করোনা ছড়িয়ে দিয়ে গিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী মোদী করোনা মোকাবিলায় সহযোগিতার বার্তা দিয়েছিলেন।