মুম্বই: আইপিএল স্থগিত হলেও এখনই দেশে ফিরছেন কেন উইলিয়ামসনরা৷ ভারত থেকেই ইংল্যান্ড উড়ে যাবে আইপিএলে খেলা চার কিউয়ি ক্রিকেটার৷ ক্যাপ্টেন উইলিয়ামসন-সহ চার ক্রিকেটার ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন ১১ মে৷ কিন্তু বাকি কিউয়ি ক্রিকেটারার দেশে ফিরবেন শুক্রবার৷

ভারতের বিরুদ্ধে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলবে নিউজিল্যান্ড৷ ফলে টেস্ট দলে থাকা চার ক্রিকেটার সরাসরি ইংল্যান্ড উড়ে যাবে আগামী মঙ্গলবার৷ আইপিএলে খেলা বাকি কিউয়ি ক্রিকেটাররা দেশে ফিরবেন শুক্রবারই৷ বৃহস্পতিবারই নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে এমনটা জানানো হয়৷

সাউদাম্পটনে ১৮ জুন থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে৷ তার আগে ২ জুন থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলবে কিউয়িবাহিনী৷ বৃহস্পতিবার নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে চিফ একজিকিউটিভ ডেভিড হোয়াইট এক বিবৃতি দিয়ে জানান, “We’ve worked closely with the BCCI and the IPL franchises on the various departure strategies and we’re very appreciative of their support during what is, clearly, a very challenging time.”

ক্যাপ্টেন উইলিয়ামসন ছাড়াও ভারত থেকে সরাসরি ইংল্যান্ড উড়ে যাবেন অল-রাউন্ডার কাইল জেমিসন, স্পিনার মিচেল স্যান্টনার এবং দলের ফিজিও টমি সিমসেক৷ তবে ইংল্যান্ডের বিমান ধরার আগে দিল্লিকে অল্প কয়েকদিনের কোয়ারেন্টাইনে থাকবেন এই চার কিউয়ি৷ তবে বাকি আইপিএলের সঙ্গে যুক্ত থাকা ১৭ জন (১০ জন ক্রিকেটার) শুক্রবারই দেশে ফেরার বিমান ধরবেন৷ ডেভিড হোয়াইট আরও জানান, ‘আমাদের টেস্ট দলের চার সদস্যের জন্য আগে থেকে অ্যাকোমোডেশনের ব্যবস্থা করায় আমরা ইংল্যান্ড ও ওয়েল্স ক্রিকেট বোর্ডের কাছে কতৃজ্ঞ৷’

আইপিএল স্থগিত হওয়ার পর ঠিক হয়েছিল পুরো নিউজিল্যান্ড দলই ১১ মে ইংল্যান্ড রওনা দেবে৷ কিন্তু ট্রেন্ট বোল্ট ইংল্যান্ড যাওয়ার আগে দেশে ফিরে পরিবারের সঙ্গে দেখা করতে চান৷ তবে এর ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে পারবেন না তিনি৷ দলের চার সদস্য ১১ মে ইংল্যান্ড উড়ে গেলেও বাকিরা নিউজিল্যান্ড থেকে ১৬ অথবা ১৭ মে লন্ডনের বিমান ধরবেন৷

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.