সোপিয়ানের কানিগ্রামে তল্লাশি
বিশ্বস্ত সূত্রে জঙ্গিদের আশ্রয় পাওয়ার খবর পেয়ে তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনী। জম্মু কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং সিআরপিএফ-এর মিলিত বাহিনী তল্লাশি চালায়। জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, জঙ্গি সংগঠন অলবদর গোষ্ঠীর চার নতুন নিযুক্ত স্থানীয় জঙ্গি আটকে পড়ে। এলাকা ঘিরে ফেলার পরে তাদেরকে আত্মসমর্পণ করতে বলা হয়।
পাল্টা গুলি জঙ্গিদের
নিরাপত্তা বাহিনীর আবেদন সাড়া দেয়নি জঙ্গিরা। তারা পাল্টা গুলি চালাতে শুরু করে। গ্রেনেডও ছোঁড়ে। সেই সময় গুলি চালায় নিরাপত্তা বাহিনী।
৩ জনের মৃত্যু, ১ জনের আত্মসমর্পণ
এই ঘটনায় তিন জঙ্গির মৃত্যু হয়েছে। এবং একজঙ্গি নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণ করা জঙ্গিকে তৌসিফ আহমেদ বলে শনাক্ত করা গিয়েছে।
এলাকায় তল্লাশি জারি
এলাকায় আরও কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা, তা জানতে তল্লাশি জারি রয়েছে।