|
দেশে ফিরলেন বাংলাদেশের দুই ক্রিকেটার
করোনা ভাইরাসের বাড়বাড়ন্তে আইপিএল স্থগিত হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই দেশে ফিরলেন বাংলাদেশি ক্রিকেট তারকা শাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। তাঁদের জন্য সম্মিলিতভাবে চার্টার্ড বিমানের ব্যবস্থা করেছে যথাক্রমে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। বিমানে বসে থাকা অবস্থায় স্ত্রী ও শাকিবের সঙ্গে নিজের ছবি পোস্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুস্তাফিজ। স্বস্তির নিঃশ্বাস ফেলে দুই ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদও জানিয়েছেন বাংলাদেশের বাঁ-হাতি ফাস্ট বোলার।
আইপিএলে দুই ক্রিকেটারের পারফরম্যান্স
করোনা ভাইরাসের জেরে স্থগিত হয়ে যাওয়া আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে মাত্র তিন ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন শাকিব আল হাসান। ৩৮ রান করার পাশাপাশি ২টি উইকেট নিয়েছেন বাংলাদেশের বাঁ-হাতি অল রাউন্ডার। অন্যদিকে রাজস্থাব রয়্যালসের হয়ে আইপিএলে সাতটি ম্যাচ খেলেছেন মুস্তাফিজুর রহমান। আট উইকেট নিয়েছেন বাঁ-হাতি ফাস্ট বোলার।
দেশে ফিরছেন ইংল্যান্ডের আট ক্রিকেটার
আইপিএল স্থগিত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই দেশে ফেরান ভারতে টুর্নামেন্ট খেলতে আসা ৮ জন ইংল্যান্ড ক্রিকেটার। জস বাটলার, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, ক্রিস ওকস, মইন আলি, জেসন রয়, স্যাম কারান এবং টম কারান বুধবার সকালে বিশেষ বিমানে লন্ডনে পৌঁছন। তবে এখনও পর্যন্ত ভারত ছাড়েননি ভারতে আইপিএল খেলতে আসা ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান, ক্রিস জর্ডন ও ডেভিড মালান। তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশে ফেরার নির্দেশ দিয়েছে ইংল্যান্ড সরকার।
করোনা আক্রান্ত 'সুপারম্যান' বাবার সুস্থতা কামনায় ঋদ্ধি-কন্যার ছবি ভাইরাল
মালদ্বীপে অস্ট্রেলিয় ক্রিকেটাররা
যেমনটা ভাবা হয়েছিল, তেমনটা অপেক্ষা করতে হল না ভারতে আইপিএল খেলতে আসা অস্ট্রেলিয় রথিদের। টুর্নামেন্ট স্থগিত হওয়ার ৪৮ ঘণ্টা কাটার আগেই স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, রিকি পন্টিংদের জন্য মালদ্বীপ পৌঁছনোর ব্যবস্থা করে কথা রেখেছে বিসিসিআই। বৃহস্পতিবার ভারত থেকে একই বিমানে মালদ্বীপের পথে রওনা হন থমকে যাওয়া আইপিএলে অংশ নেওয়া অজি ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ ও ধারাভাষ্যকাররা।