সোনার দাম ৬ মে
সোনার দাম ৬ মে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে জুনের গোল্ড কনট্র্যাক্টসে ০.২৬ শতাংশ বেড়ে গিয়েছে। ফলে ১০ গ্রামে সোনার দাম আজ ৪৭,১২২ টাকা। গতকাল ১০ গ্রামে ৫ মে সোনার দাম দাঁড়িয়েছে ৪৬,৯৪৫ টাকা। ফলে সোনার উর্ধ্বগতি রীতিমতো প্রাসঙ্গিক বলে জানা গিয়েছে।
রুপোর দাম
রুপোর দাম মে মাসের ফিউচারে ০.২৫ শতংশ বেড়ে ট্রেন্ড করছে। ফরে ১ কেজিতে আজ রুপোর দাম ৬৯,৭৬৯ টাকা হয়েছে। প্রসঙ্গতস বুধবার রুপোর দাম জুলাই মাসের ফিউচারে দাঁড়িয়েছে ১ কেজিতে ৬৯,৮৮৪ টাকা।
কলকাতায় সোনার দাম
কলকাতায় সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৩৪০ টাকা হয়েছে ৬ মে। অন্যদিকে বিয়ের মরশুমে কল্লোলিনী তিলোত্তমায় সোনার দাম ২৪ ক্যারেটে হয়েছে ৪৯,৭৪০ টাকা। গতকাল কলকাতায় সোনার দাম ৪৬,৫৩০ টাকা হয়েছে ২২ ক্যারেটে, ২৪ ক্যারেটে সোনার দাম দাঁড়ায় ৪৯,৩২০ টাকা।
পেট্রোল ,ডিজেলের দাম ফের আকাশচুম্বী, কলকাতা সহ বড় শহরে দর একনজরে
অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,৫০০ টাকা হয়েছে। ২৪ ক্যারেটে হয়েছে ৪৮,৪৯০ টাকা। মুম্বইতে সোনার দাম ৪৪,২৯০ টাকা, ২৪ ক্যারেটে সেখানে সোনার দাম ৪৫,২৯০ টাকা। রাজধানী দিল্লিতে সোনার দাম,২২ ক্যারেটে ৪৫,৬০০ টাকা, ৪৯৭৪০ টাকা।
(তথ্য় সূত্র -গুড রিটার্নস)