স্বরাষ্ট্রমন্ত্রকের কড়া বার্তা
প্রসঙ্গত, এর আগেই রাজ্যে মমতা সরকার ক্ষমতা দখলের পরই বিভিন্ন জায়গা থেকে হিংসার খবর আসে। সেই পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রাজ্যের হিংসা নিয়ে জবাব তলব করা হয়।এরপর বুধবার রাতে আসে দ্বিতীয় চিঠি। কেন আগের চিঠির জবাব কেন্দ্র পায়নি মমতা সরকারের রকাছ থেকে, তার উত্তর জানতে চাওয়া হয়।
রাজ্যে আসছে প্রতিনিধি দল
এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এদিন সাফ জানানো হয়েছে, রাজ্যের হিংসার এবার পরিস্থিতি পর্যালোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধি দল রাজ্যে পা রাখবে।
|
আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়
এদিকে, মেদিনীপুরের বুকে এদিন কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরনের কনভয়ে ব্যাপক হামলা হয়। সেখানে মোদী সরকারের কেন্দ্রীয় মন্ত্রীকে দেখেই বাঁশ, লাঠি নিয়ে তেড়ে আসে জনতা। মুহূর্তে গাড়ি লক্ষ্য করে হামলা শুরু হয়। গাড়ির মধ্যে জানলার কাঁচ ভেঙে ঢুকে যায় লাঠি। গোটা ঘটনার ভিডিও তুলে ধরেছেন মুরলীধরন। তিনি ভিডিওটি পোস্ট করেন টুইটারে।
উত্তরে আক্রান্ত উদয়ন
এদিকে ভোট পরবর্তী হিংসার শিকার হেভিওয়েট নেতা উদয়ন গুহ। এদিন কোচবিহারে হামলার একটি জায়গায় তাঁকে ঘিরে হামলা চালানো হয় বলে সূত্রের খবর। তাঁদের ওপর কয়েকজন চড়াও হয়। নিরাপত্তারক্ষীরাও ব্যাপক হামলার শিকার হয়েছেন বলে জানা যাচ্ছে।