আইএসএলে বিশ্বকাপজয়ী স্পেন ফরোয়ার্ডের সঙ্গে গাঁটছড়া বেঁধে তাক লাগাল ওড়িশা এফসি

স্পেনের বিশ্বকাপজয়ী প্রাক্তন ফরোয়ার্ড ডেভিড ভিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে তাক লাগিয়ে দিল ওড়িশা এফসি। বৃহস্পতিবার এক সোশ্যাল মিডিয়া বিবৃতিতে আইএসএল ক্লাবের তরফে এই খবর জানানো হয়েছে। বলা হয়েছে যে আগামী মরসুমেই ক্লাবের সঙ্গে যুক্ত হচ্ছেন ভিয়া। তবে ফুটবলার হিসেবে নয়, ফুটবল উপদেষ্টা হিসেবে তিনি ভারতীয় ক্লাবের সঙ্গে যুক্ত হচ্ছেন বলে জানানো হয়েছে।

অর্থাৎ আগামী মরসুমের আইএসএল চলার সময় স্পেনের ভিয়াকে ওড়িশা এফসি-র ডাগ আউটে বসতে দেখা যাবে। তিনি মূলত ওড়িশার দলগঠন ও ফুটবল প্রক্রিয়া সামলাবেন বলে জানানো হয়েছে। অন্য এক টুইট বার্তায় ওড়িশা এফসি-র তরফে এও জানানো হয়েছে যে দলে প্রাক্তন কোচ জোসেফ গোমবাউ ও ভিক্টর ওনাটে, ভিয়ার সঙ্গে দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে কাজ করবেন। যার বলে আগামী আইএসএলে ভাল কিছু করার স্বপ্ন দেখতে শুরু করেছেন ওড়িশা এফসি-র সমর্থকরা।

গত মরসুমের আইএসএলে একেবারেই দাগ কাটতে পারেনি ওড়িশা এফসি। দামে ভারী দল নিয়েও ১১ দলের প্রতিযোগিতার অন্তিম স্থানে জায়গা হয়েছিল কলিঙ্গ যোদ্ধাদের। ২০ ম্যাচের মাত্র ২টিতে জিততে সক্ষম হয়েছিল ওড়িশা। ১২টি ম্যাচ তারা হেরেছিল। ৬টি ম্যাচ কোনও রকমভাবে ড্র করতে পেরেছিল ওড়িশা। মাত্র ১২ পয়েন্ট হাসিল তারা সমর্থকদের মন ভেঙে দিয়েছিল। কবে এবার সেই লজ্জার জ্বালা মেটাতে অনেক আগে থেকেই ঘর গোছানোর কাজ শুরু করেছে ওড়িশা এফসি। স্প্যানিশ লিজেন্ড ডেভিড ভিয়া অন্তর্ভূক্তি দলের শক্তি কয়েকশো গুন বাড়াবে বলে মনে করে সমর্থকরা।

🚨Comunicado Oficial 🚨

World Cup winner and Spanish football legend @Guaje7Villa has been brought in by Odisha FC to spearhead our global football operations. 🌏⚽️

(1/2) pic.twitter.com/8XyGBsmof7

— Odisha FC (@OdishaFC) May 6, 2021

অন্যদিকে গতবারের থেকে প্রায় দ্বিগুন অর্থের বিনিময়ে এটিকে মোহনবাগানে থেকে যাচ্ছেন গোল মেশিন রয় কৃষ্ণ। মুম্বই সিটি এফসি-র সঙ্গে দড়ি টানাটানি শেষে পরিচিত দলকেই বিজয়ী হওয়ার সুযোগ দিলেন ফিজিয়ান স্ট্রাইকার। আইএসএলে ডেভিড ভিয়ার আগমন যে সে সবেপ উর্ধ্বে চলে গিয়েছে, তা অনায়াসে বলা যায়। ২০১০ সালের বিশ্বকাপজয়ী স্পেন দলের অন্যতম সদস্য ছিলেন ভিয়া। দেশকে ২০০৮ সালের ইউরো কাপ জিততেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ভ্যালেন্সিয়ার প্রাক্তন ফরোয়ার্ড।