কেন্দ্রের পরীক্ষায় উঠে এল ঝুঁকিপূর্ণ স্ট্রেনের তালিকা
সম্প্রতি প্রায় ১৩,০০০ নমুনার মধ্যে প্রায় ৩,৫৩২টি ঝুঁকিপূর্ণ নমুনা খুঁজে পেয়েছে কেন্দ্র, এর মধ্যে ১,৫২৭টিই বি.১.৬১৭ স্ট্রেন। নমুনার অধিকাংশ সংগৃহীত হয়েছে মহারাষ্ট্র (৭৬১), কর্ণাটক (১৪৬), পশ্চিমবঙ্গে (১২৪); দিল্লি (১০৭); গুজরাট (১০২); ছত্তিশগড় (৭৫); ঝাড়খন্ড (৬১); ও মধ্যপ্রদেশ (৫৩) থেকে। কেন্দ্রীয় সূত্রের খবর, বি.১.৬১৭-র পাশাপাশি ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের স্ট্রেনও ঝুঁকিপূর্ণ স্ট্রেনের তালিকায় সংযোজিত হয়েছে।
গোষ্ঠী সংক্রমণে পাখনা মেলেছে বি.১.৬১৭
কেন্দ্রীয় সূত্রে খবর, ১,৫২৭টি বি.১.৬১৭ স্ট্রেনের নমুনায় মাত্র ২৩ জনের আন্তর্জাতিক যাতায়াতের ইতিহাস রয়েছে। স্বভাবতই এই স্ট্রেন যে গোষ্ঠী সংক্রমণের ফসল, তা স্পষ্ট জানাচ্ছেন বিশেষজ্ঞরা। উক্ত স্ট্রেনের অধিকাংশের জন্মস্থান মহারাষ্ট্রে, জানিয়েছেন জাতীয় রোগ নিয়ন্ত্রক কেন্দ্রের অধিকর্তা ডঃ সুজিত সিং। যদিও এই স্ট্রেনের সঙ্গে সংক্রমণের বাড়াবাড়ির সঠিক যোগসূত্রের অভাব রয়েছে বলেই জানান সিং। অন্যদিকে বি.১.৬১৭ স্ট্রেনে প্রভাবিত এলাকায় যে টেস্টিং, আইসোলেশন ও টিকাকরণ দ্রুত করা প্রয়োজন, সে বিষয়ে সাবধান করেছেন ডঃ সুজিত সিং।
স্ট্রেন রুখতে জোরদার জিনোম সিকোয়েন্সিং
ডঃ সুজিতের মতে, "জিনোম সিকোয়েন্সিং সংক্রান্ত তথ্য রাজ্যগুলিকে ফেব্রুয়ারি মাসে দুইবার, মার্চে চারবার ও এপ্রিলে চারবার পাঠানো হয়েছে।" অন্যদিকে পরীক্ষা দ্রুত করার লক্ষ্যে জিনোম সিকোয়েন্সিংয়ের তথ্য পাঠানো হয়েছিল ব্রিটেনে। বুধবার কেন্দ্রীয় জৈবপ্ৰযুক্তি মন্ত্রকের সেক্রেটারি রেনু স্বরুপ জানিয়েছেন, "আইসোলেশনের জিনোম সিকোয়েন্সিংয়ের তথ্য গবেষণাগারের তথ্যের সঙ্গে মিলিয়ে না দেখা পর্যন্ত কিছু বলা কঠিন।"
লাখ খানেক টাকায় বিকোচ্ছে হাসপাতালের বেড! বিজেপি শাসিত রাজ্যে সরগরম গেরুয়া রাজনীতি
ডবল মিউট্যান্টকে রুখবে পুরোনো ভ্যাকসিন
মিউটেশনকে হাতিয়ার করে স্পাইক প্রোটিনের অ্যামাইনো অ্যাসিডে বদল ঘটিয়ে ভ্যাকসিনকে ফাঁকি দেওয়ার চেষ্টায় রয়েছে কোভিড, মত বিজ্ঞানীদের। ই৪৮৪কিউ (E484Q) ও এল ৪২৪আর (L424R) স্ট্রেনের মিশ্রণে জন্ম নেওয়া ডবল-মিউট্যান্ট স্ট্রেন আগের চেয়েও কয়েকগুণ বেশি সংক্রামক হলেও নব স্ট্রেনের বিরুদ্ধে কাজ করবে ভ্যাকসিন! এমনই আশার বাণী শুনিয়েছেন ডঃ রেনু স্বরুপ।