করোনা সংক্রমণের কারণে বন্ধ সব স্কুল কলেজ। অনলাইনে ক্লাস চলছে। িকন্তু পরীক্ষা কীভাবে হবে এই নিয়ে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিকে চিঠি পাঠাল ইউজিসি। সব কলেজের অধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষকে চিঠিতে পরীক্ষা পরিচালনা নিয়ে বার্তা দেওয়া হয়েছে। ইউজিসির তরফ থেকে জানানো হয়েছে মে মাস পর্যন্ত সশরীরে কোনও রকম পরীক্ষা নেওয়া যাবে না। কীভাবে তাঁরা পরীক্ষা পরিচালনা করবেন তার সিদ্ধান্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয় গুলির উপর ছাড়া হয়েছে।
ইতিমধ্যেই করোনা সংক্রমণের কারণে জেইই, নিট, নেট সহ একাধিক পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। এমকী বোর্ড পরীক্ষাও বাতিল করা হয়েছে. করোনা সংক্রমণ বেড়ে যাওয়া আগেই স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। অনলাইনেই ক্লাস করছেন ছাত্রছাত্রীরা। কীভাবে তাঁরা পরীক্ষা দেবেন এই নিয়ে উদ্বেগে ছিলেন পড়ুয়া এবং অভিভাবকরা। ইতিমধ্যেই কয়েকটি সেমিস্টারের পরীক্ষা হয়ে গিয়েছে। বাকি সেমিস্টারের পরীক্ষা কীভাবে হবে তা নিয়ে চিন্তা করছিলেন তাঁরা। তারপরেই ইউজিসির তরফ থেকে এই নির্দেশিকা জারি করা হয়।
অক্সিজেনের অভাবে মৃত্যু হতে দেব না, বড় বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর কাছে জোরালো আবেদন কেজরিওয়ালের
ইতিমধ্যেই সিবিএসই দশম শ্রেণির পরীক্ষা বাতিল করেছে। দ্বাদশ শ্রেণির পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। আইসিএসইও সেই একই পথ নিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার অবশ্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেয়নি। জুন মাসে হওয়ার কথা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। স্কুলগুলিতে এখনও অনলাইনে ক্লাস চলছে। তবে সব সরকারি স্কুলে আগেই গরমের ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্যে।