এবার অক্সিজেনের সংকট কলকাতার সরকারি হাসপাতালে, রোগী ভর্তি বন্ধ করল কর্তৃপক্ষ

অক্সিজেনের (oxygen) সংকট (crisis)। তাই করোনা আক্রান্তদের ভর্তি নেওয়া বন্ধ করে দিল পার্কসার্কাসের ন্যাশনাল মেডিক্যাল কলেজ (national medical college) কর্তৃপক্ষ। জরুরি ভিত্তিকে হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসানেোার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অক্সিজেন সংকটে রোগী ভর্তি বন্ধ

যত রোগী হাসপাতালে রয়েছেন, ঠিক ততজনের মতোই অক্সিজেন রয়েছে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। যার জেরে নতুন করে রোগী ভর্তি বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন দুপুরে এই সিদ্ধান্তের কথা জানা গিয়েছে।

বুধবার বিকেল থেকেই পরিস্থিতির ইঙ্গিত

তবে পরিস্থিতি যে সংকটের দিকে যাচ্ছে তা বুধবার বিকেল থেকেই আঁচ করতে পেরেছিলেন অনেকে। বিশেষ করে রোগীর পরিবারের সদস্যরা। তবে হাসপাতালের সুপার দাবি করেছেন, যাঁরা ভর্তি রয়েছেন, তাঁদের অক্সিজেনের কোনও সংকট নেই।

হাসপাতালে ১৫০ করোনী রোগী ভর্তি

পার্কসার্কাসের ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৫০ জন করোনা রোগী ভর্তি রয়েছেন। সুস্থ হয়ে প্রতিদিনই কেউ না কেউ ছাড়া পাচ্ছেন। আবার সেখানে রোগী ভফর্তিও করা হচ্ছে। সেই পরিস্থিতিতে সরকার হাসপাতালে রোগী ভর্তি বন্ধ হয়ে যাওয়ার অসুবিধায় আশপাশের সাধারণ মানুষ।

হাসপাতালে নতুন অক্সিজেন প্ল্যান্ট, নতুন প্যানেল

সূত্রের খবর অনুযায়ী, হাসপাতালে অক্সিজেনের সংকট মেটাতে নতুন অক্সিজেন প্ল্যান্ট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি এই মুহূর্তে হাসপাতালে ১৫০ জন রোগীকে অক্সিজেন দেওয়া যায়। সেই ক্ষমতা বাড়িয়ে আড়াইশো জন রোগীর জন্য ব্যবস্থা করা হবে। দিন কয়েকের মধ্যেই এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে বলে জানা গিয়েছে।