দিল্লি
দিল্লিতে ২৫ পয়সা বেড়েছে পেট্রোলের দাম। ফলে পেট্রোলের দর এখন রাজধানীতে ৯০.৭৪ টাকা প্রতি লিটার থেকে বেড়ে হয়েছে ৯০.৯৯ টাকা। ডিজেলের দাম এখন সেখানে ৩০ পয়সা বেড়েছে। ফলে দাম ৮১.১২ টাকা থেকে বেড়ে হয়েছে ৮১.৪২ টাকা।
মুম্বই
লিটারে মুম্বইতে পেট্রোলের দাম ২২ পয়সা বেড়েছে। ফলে মায়ানগরীতে পেট্রোলের দাম ৯৭.৩৪ টাকা হয়েছে প্রতি লিটারের হিসাবে। এদিকে সেখানে ডিজেলের দাম বেড়েছে ৩০ পয়সা লিটার প্রতি। যার ফলে এক লিটারে ৮৮.৪৯ টাকা হয়েছে লিটার প্রতি মায়ানগরীর ডিজেলের দাম।
কলকাতা
কলকাতায় পেট্রোলের দাম ২২ পয়সা বেড়েছে। ফলে ১ লিটার পেট্রোল এখন ৯০.৯২ টাকা থেকে ৯১.১৪ টাকা হয়েছে। এদিকে, শহরে ডিজেলের দাম ২৮ পয়সা বেড়েছে। ফলে এক লিটারে ডিজেলের দাম ৮৪.২৬ টাকা হয়েছে।
চেন্নাই
বাংলা ছাড়াও এবছর বিধানসভা ভোট হয়েছে তামিলনাড়ুতে। কলকাতার পাশাপাশি চেন্নাইও জ্বালানির দামের উর্ধ্বগামী ট্রেন্ড দেতে পেয়েছে। এদিন চেন্নাইতে পেট্রোলের দাম ৯২.৯০ টাকা, ডিজেলের লিটার প্রতি দাম ৮৬.৩৫ টাকা।