আদালতে বিচার প্রক্রিয়া চলাকালীন বিচারপতিরা যে সমস্ত পর্যবেক্ষণ করেন তা কখনই সংবাদমাধ্যমে প্রকাশ করা উচিত নয়। সম্প্রতি এমনই আবেদন সুপ্রিম কোর্টে জানিয়েছিল নির্বাচন কমিশন। কমিশনের সেই আর্জি খারিজ করে দিলই শীর্ষ আদালত। একই সগে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে, বিচারপ্রক্রিয়ার তথ্য প্রকাশ করার স্বাধীনতা রয়েছে সংবাদমাধ্যমের।
এমনকি বিচারপতিদের পর্যবেক্ষণও প্রকাশ করা যেতে পারে বলে জানিয়েছে শীর্ষ আদালত। উল্লেখ্য, কমিশনের বিরুদ্ধে খুনের মামলা করা যেতে পারে বলে মন্তব্য করেছিল মাদ্রাজ হাইকোর্ট। আর সেই মন্তব্যের বিরোধিতা করেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয় কমিশন।