মাকে হারিয়েছিলেন দুই সপ্তাহ আগে। এবার করোনা ভাইরাস কেড়ে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা সদস্য ভেদা কৃষ্ণমূর্তির দিদির প্রাণ। এক সন্তানের মা ভাটসালা শিবাকুমার এক মাস আগে কোভিড ১৯-এ সংক্রমিত হয়েছিলেন। চিকামাগালুরের এক হাসপাতালের আইসিইউ-তে দীর্ঘদিনের যুদ্ধ শেষে পরাজয় স্বীকার করলেন ওই মহিলা।
গত বছরের মার্চ থেকে শুরু হওয়া করোনা ভাইরাসের দাপট চলতি বছরের শুরুতে কিছুটা কমলেও, গত মার্চ থেকে কোভিড ১৯-এর নতুন ঢেউতে নাজেহাল হয়ে রয়েছে ভারত। মহারাষ্ট্র, কেরল, উত্তরপ্রদেশ, কর্নাটক, পশ্চিমবঙ্গের মতো রাজ্যে ব্যাপক প্রভাব পড়েছে। পাল্লা দিয়ে অক্সিজেনের ঘাটতি সামাল দিতে নাজেহাল নরেন্দ্র মোদী প্রশাসনকে। শূন্যতা পূরণ করতে বিদেশ থেকে তরল অক্সিজেন কিনছে ভারত সরকার।
সে সবের মধ্যে মানুষের মৃত্যু মিছিল থামাতে অপারগ হচ্ছে প্রশাসন। সাধারণ মানুষের পাশাপাশি দেশের বহু নেতা-নেত্রী, মন্ত্রী, সেলেব্রিটি এবং তাঁদের আত্মীয়রা কোভিড ১৯-এ আক্রান্ত হচ্ছেন, প্রাণ হারাচ্ছেন। সেই তালিকায় আবারও যুক্ত হল ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা সদস্য ভেদা কৃষ্ণমূর্তির নাম। কর্নাটকের চিকামাগালুরের এই মহিলা ক্রিকেটারের মা চেলুভাম্বা দেবী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন দুই সপ্তাহ আগে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছিলেন ক্রিকেটারের ৪৫ বছরের দিদি। শেষ যুদ্ধে পরাজয় স্বীকার করলেন সেই ভাটসালা শিবাকুমার।
করোনার টিকা নিয়ে আপ্লুত ধাওয়ান দিলেন কোন বার্তা, ভাইরাল টুইট
গত ২৪ ঘণ্টায় ভারতে চার লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন প্রায় চার হাজার মানুষ। সব মিলিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ কোটি ১০ লক্ষ পেরিয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন দুই লক্ষ তিরিশ হাজারেরও বেশি মানুষ। দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা সাড়ে ৩৫ লক্ষ পেরিয়ে গিয়েছে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে।