ম্যাঞ্চেস্টার সিটির পদাঙ্ক অনুসরণ করে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছল চেলসি। অর্থাৎ টুর্নামেন্টের হাই-ভোল্টেজ ফাইনালে দুই ব্রিটিশ দলের লড়াই দেখতে চলেছেন ফুটবল প্রেমীরা। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিল ফ্র্যান্সের প্যারিস সেইন্ট জের্মেইন। দ্বিতীয় সেমিফাইনালে হেরে প্রতিযোগিতার বাইরে চলে গেল রিয়াল মাদ্রিদ।
চেলসি এবং রিয়াল মাদ্রিদের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত ভাবে শেষ হয়েছিল। ফলে দ্বিতীয় লেগে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করেছিলেন ফুটবল প্রেমীরা। সেই মতো শুরু থেকেই ম্যাচে প্রাধান্য বিস্তার করেছিলেন সার্জিও রামোসরা। চেলসির গোলমুখে আক্রমণের ঝড় বইয়ে দেন রিয়ালের ফুটবলাররা।
প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলে বেশ কয়েকবার স্প্যানিশ দলকে বিপদের মুখে ফেলে দেয় চেলসি। দুই দলের জমজমাট লড়াই চলতে থাকে ম্যাচের ২৭ মিনিট পর্যন্ত। ২৮ মিনিটের মাথায় খেলার গতির বিপরীতে গিয়ে প্রথম গোলটি করে ব্রিটিশ ক্লাব। চেলসির হয়ে গুরুত্বপূর্ণ গোলটি করেন টিমো ওয়ার্নার। ১-০ গোলে এগিয় থেকে প্রথমার্ধ শেষ করে চেলসি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল শোধ দেওয়ার মরিয়া চেষ্টা চালায় রিয়াল মাদ্রিদ। বেশ কয়েকবার গোলের কাছেও পৌঁছে যান করিম বেঞ্জিমারা। কিন্তু ছোট ছোট ভুলের কারণে সফলতা তাঁদের বুট স্পর্শ করেনি। উল্টে প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলে ম্যাচের দ্বিতীয় গোলটি হাসিল করে চেলসিই। ব্রিটিশ ক্লাবের হয়ে জয়সূচক গোলটি করেন ম্যাসন মাউন্ট। ২-০ গোলে ম্যাচ জেতে চেলসি।
আগামী ২৯ মে চ্যাম্পিয়ন্স লিগের হাই-ভোল্টেজ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। দুই ব্রিটিশ ক্লাবের মধ্যে এই ম্যাচ কোন মাঠে খেলা হবে, তা পরে জানাবে উয়েফা। চেলসি ও ম্যাঞ্চেস্টার সিটির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ফুটবল প্রেমীরা।