কেন্দ্রীয় মন্ত্রীর উপর হামলা, গ্রেফতার ৮ তৃণমূল কর্মী, সাসপেন্ড ৩ পুলিশ অফিসার

কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরনের উপর হামলার ঘটনায় ৮ জন তৃণমূল কংগ্রেস কর্মীকে গ্রেফতার করা হয়েছে। মেদিনীপুরের িতন পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। আগামিকার ৮ ধৃতকে আদালতে পেশ করবে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মেদিনীপুরের পাঁচখুরি এলাকায় কেন্দ্রীয়মন্ত্রী ভি মুরলীধরন এবং রাহুল সিনহার গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। তাঁর সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীদেরও মারধর করা হয় বলে অভিযোগ করেছেন খোদ মন্ত্রী। তারপরেই তোলপাড় শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

মেদিনীপুরে আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী

বাংলায় একের পর এক হিংসার ঘটনা ঘটে চলেছে। একের পর এক জায়গায় বিজেপি নেতা কর্মীরা আক্রান্ত হচ্ছে। গতকয়েকদিন ধরেই এই নিয়ে তৎপর হয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এই পরিস্থিতি দেখতে দুপুরে বিজেিপ নেতা রাহুল সিনহাকে নিয়ে মেদিনীপুরের পাঁচখুরিতে গিয়েছিলেন কেন্দ্রীয়মন্ত্রী। সেখান তাঁর কনভয়ে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা চড়াও হন বলে অভিযোগ। তাঁর গাড়িতে ভাঙচুর চালান হয়। এই নিয়ে নতুন করে তোলপাড় রাজ্যরাজনীতি।

গ্রেফতারি

কেন্দ্রীয়মন্ত্রী ভি মুরলীধরনের গাড়িতে হামলা চালানোর ঘটনায় ইতিমধ্যেই ৮ তৃণমূল কংগ্রেস কর্মীকে গ্রেফতার কারা হয়েছে। এছাড়াও মেদিনীপুরের ৩ পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। ধৃতদের আগামিকাল আদালতে পেশ করা হবে বলে জানানো হয়েছে। এই একই দিনে প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক উদয়ন গুহ-র উপরেও হামলা চালানো হয়। বিজেপির বিরুদ্ধে উদয়ন গুহকে মারধরের অভিযোগ উঠেছে। তার হাত ভেঙে দেওয়া হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন নেতা। প্রতিবাদে আজ সন্ধে ৬টা থেকে আগামিকাল রাত ১২টা পর্যন্ত বনধের ডাক দেওয়া হয়েছে।

মমতার পাল্টা দাবি

এই ঘটনার পরেই বিকেলে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, বিজেপির উস্কানিতেই একাধিক জায়গায় অশান্তির ঘটনা ঘটছে। দিনহাটার কথা উল্লেখ করেছেন তিনি। বিজেপি জনতার রায় মেনে নিতে পারছে না বলেই বাংলার হিংসা নিয়ে অপপ্রচার চালাচ্ছে। বাংলায় কোনও রকম হিংসা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মমতা এখনমও পর্যন্ত ভোটপরবর্তী রাজনৈতিক হিংসায় যাঁরা মারা গিয়েছেন তাঁদের ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

কেন্দ্রের প্রতিনিধিদল

বাংলার ভোট পরবর্তী হিংসার ঘটনা খতিয়ে দেখতে ইতিমধ্যেই রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিদল। তাঁরা রাজ্যপালের কাছে রিপোর্ট চেয়েছেন। এবং যত দ্রুত সম্ভব রাজ্যসরকারকেও রিপোর্ট দিতে বলেছেন। আগামিকাল এই প্রতিনিধি দল মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করবেন। তবে মমতা অভিযোগ করেছেন অকারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই ধরনের কাজ করছে। বিজেপি ভোটে জিততে না পেরেই রাজ্য সরকারকে টার্গেট করছে।