জেলায় জেলায় কালবৈশাখী
এদিন দুপুরের পর থেকে বিভিন্ন সময়ে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মালদহ, হুগলি, হাওড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, কলকাতা উত্তর ২৪ পরগনা, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় এবং হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই মতো ঝড়-বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
বুধবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলাতেই কোনও না কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ৭২ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলা হয়েছে পূর্বাভাসে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ৭২ ঘন্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। এই পরিস্থিতি সোমবার পর্যন্ত চলতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২২.৫ (২০.৫)
বালুরঘাট ২৩.৬ ( ২০.৮)
বাঁকুড়া ২২.৯ (২০.৯)
ব্যারাকপুর ২৩.৮ (২১.৪)
বহরমপুর ২৫.৪ (২৫.২)
বর্ধমান ২৪.৬ ( ১৯.৮)
ক্যানিং ২৩.৪ (২৩.৬)
কোচবিহার ২০.৯ (২০.৭)
দার্জিলিং ১১.৪ (১১.৫)
দিঘা ২৪.৬ (২০.৫)
কলকাতা ২৪.৫ (২১.২)
মালদহ ২৩.৪ (২২.৪)
পানাগড় ২৩.১ ( ২১.৩)
পুরুলিয়া ২২.৭ (১৯.৫)
শিলিগুড়ি ২১.৩ (২০.২)
শ্রীনিকেতন ২১.৭ (২০.৪)