লোকাল সার্কেলের সমীক্ষা
লোকাল সার্কেলের এক সমীক্ষাতে দেখা গিয়েছে যে ৪৫ শতাংশ ভারতীয় অনুভব করছেন যে দেশে করোনার দ্বিতীয় ওয়েভ নিয়ন্ত্রণ করতে সরকার সঠিক পথে নেই। বুধবার প্রকাশিত হওয়া এই সমীক্ষার লক্ষ্যই হল ভারতীয়রা এই কোভিড-১৯ ওয়েভ নিয়ে কি মনে করছেন এবং সরকারের এতে প্রতিক্রিয়াই বা কেমন। বর্তমান পরিস্থিতির উপর ভারতীয়দের সম্মিলিত নাড়ি বোঝার উদ্দেশ্যে করা প্রশ্নের উত্তরে, ৮,১৪১ জনের প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে, যার মধ্যে ২৩ শতাংশ জানিয়েছেন যে তাঁরা ‘উদ্বিগ্ন বা চিন্তিত।' ২০ শতাংশ জানান তাঁরা ‘হতাশ ও ক্ষুব্ধ, ১০ শতাংশ জানিয়েছেন যে ‘চূড়ান্ত রেগে' রয়েছেন তাঁরা এবং ৮ শতাংশ ‘হতাশ, দুঃখিত বা অবসাদগ্রস্ত' এবং ৭ শতাংশ খুবই ‘শান্ত ও ধীর' রয়েছেন। এছাড়াও ২৮ শতাংশ জানিয়েছেন তাঁরা ‘আশাবাদী'।
অনিশ্চিত ৫১ শতাংশ
এই সার্ভেতে প্রকাশ করা হয়েছে যে দেশজুড়ে এই ভাইরাসকে নিয়ন্ত্রণ করতে আদৌও বিশেষজ্ঞরা দক্ষতা দেখাতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চিত রয়েছেন ৫১ শতাংশ ভারতীয়। লোকাল সার্কেলের মতে, সরকার মহামারিটির দ্বিতীয় ওয়েভ দক্ষতার সঙ্গে পরিচালনা করছে কিনা তা নিয়ে ভারতীয়রা বিভক্ত হয়ে যায়।
ভারত আদৌ সঠিক রাস্তায় রয়েছে
৮,৩৬৭ জন উত্তরদাতার মধ্যে ৪৫ শতাংশ জানিয়েছেন যে ভারত সঠিক রাস্তায় নেই, অপরদিকে ৪১ শতাংশ জানান ভারত সঠিক পথে রয়েছেন এবং এ বিষয়ে নিশ্চিত নন ১৪ শতাংশ ভারতীয়। সমীক্ষায় বলা হয়েছে, ‘ভুল জিনিসকে অগ্রাধিকার, দ্বিধাহীনতা ও প্রস্তুতির অভাব প্রধান কারণ যেখানে ৪৫ শতাংশের বিশ্বাস যে ভারত সঠিক রাস্তায় নেই।' লক্ষ্য করা গিয়েছে, অনেক ভারতীয়রাই এই মানদণ্ডের ওপর দাঁড়িয়ে ছিলেন যে দেশের জেলাগুলিতে লকডাউন কার্যকর করা হোক।
মহামারি পরিস্থিতি সামলাতে বিশেষজ্ঞদের দক্ষতা
এই সমীক্ষায় নাগরিকদের প্রশ্ন করা হয়েছিল যে এই পরিস্থিতি সামলাতে বিশেষজ্ঞরা কতটা দক্ষ। জবাবে ৮,৫৪১ জনের মধ্যে ২৫ শতাংশ জানিয়েছেন তাঁরা কিছুটা বিশ্বাসী এ নিয়ে, ২৮ শতাংশের মতে ‘খুব কম বিশ্বাস' রয়েছে এবং ২৩ শতাংশের একদম বিশ্বাস নেই তাঁদের ওপর। দেশের ৩২৪টি জেলার ২৫ হাজারের ওপর প্রতিক্রিয়া গ্রহণ করেছে লোকাল সার্কেল। যার মধ্যে ৬৫ শতাংশ পুরষ ও ৩৫ শতাংশ মহিলা। এছাড়াও এঁদের মধ্যে ৪৪ শতাংশ টায়ার ১, ২৯ শতাংশ টায়ার ২ ও ২৭ শতাংশ টায়ার ৩,৪ শহর থেকে এবং গ্রামীন জেলাগুলি থেকে অংশ নিয়েছেন।