champions league manchester city psg football football news sports চ্যাম্পিয়ন্স লিগ ম্যাঞ্চেস্টার সিটি পিএসজি ফুটবল খেলা
পিএসজি-কে হারিয়ে প্রথম বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যাঞ্চেস্টার সিটি, প্রতিপক্ষের অপেক্ষা
নেইমার ও এমবাপের প্যারিস সেইন্ট জের্মেইন বা পিএসজি-কে হারিয়ে প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছলো ম্যাঞ্চেস্টার সিটি। সেমিফাইনালের প্রথম ও দ্বিতীয় লেগের গোল এগ্রিগেটের ভিত্তিকে পিএসজি-কে ছাপিয়ে গিয়েছে পেপ গুয়ার্দিওলার দল। ফাইনালে এই ব্রিটিশ ক্লাবের প্রতিপক্ষ কারা হবে, তা জানতে আর কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে।

ঘরের মাঠ সিটি অফ ম্যাঞ্চেস্টারস স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনালের দ্বিতীয় লেগেগ ম্যাচ খেলতে নেমেছিল ব্রিটিশ ক্লাব। প্রথম থেকেই ম্যাচে দাপট দেখাতে থাকে ম্যান সিটি। কারণ এদিন সেভাবে জ্বলে উঠতে পারেননি নেইমার, ইকার্ডি এবং এমবাপে। উল্টো দিকে শুরু থেকেই আক্রমণাত্মক রণনীতি নিয়ে খেলে পিএসজি-র গোলমুখে একের পর এক তুলে আনতে থাকেন ম্যান সিটির ফুটবলাররা।
ম্যাচের ১১ মিনিটে প্রথম গোল পায় ব্রিটিশ ক্লাব। দুর্দান্ত গোল করেন রিয়াদ মাহারেজ। প্রথমার্ধে গোল শোধ করার একাধিক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি পিএসজি। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ম্যান সিটি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল শোধ দেওয়ার মরিয়া চেষ্টা করেন নেইমাররা। কিন্তু তাঁরা সফল হননি। উল্টে ৬৩ মিনিটে নিজের এবং দলের হয়ে দ্বিতীয় গোল করে ম্যান সিটির জয় নিশ্চিত করেন রিয়াদ মাহারেজ।
দুই গোলে পিছিয়ে পড়েও ফিরে আসার সুযোগ পেয়েছিল পিএসজি। সেই যাত্রা ভঙ্গ হয় ৬৯ মিনিটে দলের অন্যতম স্তম্ভ অ্যাঞ্জেল ডি মারিয়া লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে গেলে। শেষ পর্যন্ত ২-০ গোলে ম্যাচ জেতে ব্রিটিশ ক্লাব। দুই লেগ মিলিয়ে ৪-১ এগ্রিগেটে এগিয়ে থেকে প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছেছে ম্যাঞ্চেস্টার সিটি। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে চলেছে চেলসি।