নয়াদিল্লি: দেশজুড়ে উদ্বেগজনক করোনা পরিস্থিতি ও একের পর এক দলের জৈব সুরক্ষা বলয় ভেদ করে করোনা হানার পর ভারতীয় ক্রিকেট বোর্ড গতকালই সাময়িকভাবে আইপিএল-এর বাকি ম্যাচ স্থগিত রাখার কথা ঘোষণা করেছে। বিষয়টি নিয়ে সব মহলেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু মানুষ নিজের নিজের মতও প্রকাশ করেছেন এই বিষয়ে।

তেমনই রাজস্থান রয়্যালস দলের ক্রিকেটার রিয়ান পরাগও এই বিষয়ে একটি টুইট করেন। যেখানে আইপিএল স্থগিত হওয়ার পর তিনি লিখেছেন, ‘খতম, টাটা, বাই-বাই # IPL2021 #IPLcancel।’ এবং সাথে সাথেই বিষয়টি নিয়ে একাধিক মিমে ছেয়ে যেতে থাকে নেটদুনিয়ায়।

রিয়ানের টুইটের সঙ্গে বলিউডের একাধিক ছবির বিভিন্ন সংলাপ নিয়ে ফ্যানেরা মিম বানিয়ে তা পোস্ট করতে থাকেন। কোথাও দেখা যাচ্ছে, অনিল কাপুর বলছেন, ‘বোলনে দে, বোলনে দে। তকলিফ হুয়া হে বেচারে কো’, আবার কোথাও দেখা যাচ্ছে ‘মাসান’ ছবির সেই বিখ্যাত সংলাপ ‘ইয়ে দুখ কাহে খতম নেহি হোতা বে?’ এর সাথেই আবার অনেকে এই সিজনে রাজস্থান রয়্যালস দলের দুর্বল পারফরম্যান্স নিয়েও মিম বানিয়ে তা নিয়ে পোস্ট করতে থাকেন।

কিছু কিছু ফ্যানেরা আবার বেন স্টোকস ও জোফ্রা আর্চারকে মিমে মাধ্যম হিসেবে ব্যবহার করেন। আহত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া এই দুই ক্রিকেটারকে আইপিএল পুনরায় চালু হলে ফিরে পাবে রাজস্থান রয়্যালস, তা নিয়েও মিম বানিয়ে পোস্ট করা হয়। রিয়ান পরাগকে কেউ আবার বলেন, ‘তোমার সুন্দর নাচ মিস করব’।

গত রবিবার অবধি আইপিএলে মোট ৬১টি ম্যাচের মধ্যে ২৯টি ম্যাচ সম্পন্ন হয়েছিল। এরপরেই একে একে বিভিন্ন দলের খেলোয়াড় থেকে শুরু করে কোচ, সাপোর্ট স্টাফ কোভিডে আক্রান্ত হতে থাকেন। কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দ্রাবাদ দলের একাধিক খেলোয়াড়, সাপোর্ট স্টাফ করোনা পজিটিভ হন। এবং তার পরেই সাময়িকভাবে টুর্নামেন্ট স্থগিত রাখার কথা ঘোষণা করা হয় বোর্ডের তরফ থেকে।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.