এই নিয়ে তৃতীয় আইপিএল খেললেন অসমের গুয়াহাটির রিয়ান পরাগ। রাজস্থান রয়্যালসে খেলছেন ২০১৯ সাল থেকে। আইপিএল মাঝপথে স্থগিত হয়ে যেতেই সকলকেই বাড়ি ফিরতে হয়েছে। সেই ফাঁকেই নিজের আইপিএল থেকে নিজের অমূল্য প্রাপ্তির কথা জানালেন রিয়ান।
(ছবি: বিসিসিআই/আইপিএল)
২০১৮ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য রিয়ান পরাগকে রাজস্থান রয়্যালস ২০১৯-এর আইপিএল নিলাম থেকে ২০ লাখ টাকায় দলে নিয়েছিল একেবারে চূড়ান্ত পর্বে। রিয়ানের বাবা পরাগ দাসে অসমের প্রাক্তন ক্রিকেটার। মা জাতীয় রেকর্ড গড়া সাঁতারু মিঠু বড়ুয়া। প্রথম আইপিএলেই ৭ ম্যাচে ১৬০ রান করেছিলেন। সর্বাধিক ৫০। আইপিএলে তিনি সর্বকনিষ্ঠ হিসেবে অর্ধশতরানের মালিক। ১৭ বছর ১৭৫ দিন বয়সে আইপিএল অর্ধশতরান করে তিনি ভেঙেছিলেন বর্তমান রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসনের রেকর্ড। সঞ্জুর মতোই ১৮ বছর ১৬৯ দিন বয়সে আইপিএল হাফ সেঞ্চুরি করেছিলেন পৃথ্বী শ। ঋষভ পন্থ প্রথম আইপিএল হাফ সেঞ্চুরি করেন ১৮ বছর ২১২ দিনে।
(ছবি: বিসিসিআই/আইপিএল)
গত বছরের আইপিএলে পরাগ ১২টি ম্যাচে ৮৬ রান করেন। এবারের আইপিএলে ৭ ম্যাচে ৭৮ রান করেন। বল হাতে এবারের আইপিএলে পেয়েছেন একটি উইকেট। তবে রিয়ান পরাগ বেশি নজর কাড়েন ফিল্ডিংয়ে। ২০১৯ সালে তিনি ক্যাচ ধরেছিলেন ৫টি। এবার ছটি। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দুটি ক্যাচ ধরে তাঁর মক সেলফির ছবি রীতিমতো ভাইরাল হয়। চর্চায় ছিল তাঁর থ্রো-য় ঋষভ পন্থকে অনবদ্যভাবে রান আউট করাও।
Khatam,tata, bye-bye #IPL2021 #iplcancel
— Riyan Parag (@ParagRiyan) May 4, 2021
আইপিএল স্থগিত ঘোষণা হতেই তিনি বীরেন্দ্র শেহওয়াগের টুইটকে অনুকরণ করে (বীরু রাহুল গান্ধীর বক্তব্য নিয়ে মিম পোস্ট করেছিলেন) লেখেন, খতম, টাটা, বাই বাই আইপিএল ক্যান্সেল। রিয়াগের এই টুইট নিয়েও প্রচুর মজাদার মিম তৈরি হয়েছে। এরপর তিনি টুইটে দলের ডিরেক্টর কুমার সাঙ্গাকারার সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন।
Spent just a few weeks with him, but had sooo much fun and learnt things i didn't know about me!
— Riyan Parag (@ParagRiyan) May 5, 2021
See ya soon @KumarSanga2 you're a LEGEND🙌🏻 pic.twitter.com/hKYS5POtv2
সেই টুইটে পরাগ লেখেন, কয়েক সপ্তাহ কুমার সাঙ্গাকারার সঙ্গে কাটালাম। অনেক মজা করেছি। অনেক কিছু শিখেওছি যা আগে আমি জানতাম না। কিংবদন্তি সাঙ্গাকারার সঙ্গে শীঘ্রই ফের দেখা হবে। আইপিএলে অনেক তারকার সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা, তাঁদের থেকে নেটে অনেক কিছু শেখা সত্যিই রিয়ানদের মতো তরুণ ক্রিকেটারদের কাছে অনেক সুযোগ এনে দিয়েছে। পরাগরাও তাই সমৃদ্ধ করছেন নিজেদের।