করোনায় স্থগিত হয়ে যাওয়া আইপিএলেও বেটিংয়ের কালো ছায়া, সজাগ বিসিসিআই

ভারতে করোনা ভাইরাসের বাড়বাড়ন্তে স্থগিত হয়ে যাওয়া আইপিএলেও পড়ল বেটিংয়ের কালো ছায়া। এবার দুর্নীতিতে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের এক কর্মীই সরাসরি যুক্ত বলে জানতে পেরেছে বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখা। ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে গ্রেফতারও করা হয়েছে বলে জানানো হয়েছে।

{photo-feature}