অর্ধেক আইপিএলের সেরা পাঁচ ব্যাটসম্যানদের তালিকায় মাত্র এক বিদেশি

করোনা ভাইরাসের জেরে স্থগিত হয়ে যাওয়া আইপিএলে ঝকঝকে ব্যাটিং পারফরম্যান্স পরিলক্ষিত হয়েছে। দুর্দান্ত কিছু ইনিংস উপহার দিয়েছেন দেশ ও বিদেশের ক্রিকেটাররা। সেই আবহে আধখানা আইপিএলের সেরা পাঁচ ব্যাটসম্যানকে চিনে নেওয়া যাক। তালিকায় জায়গা পেয়েছেন মাত্র একজন বিদেশি।

করোনায় স্থগিত হওয়া আইপিএলের সেরা পাঁচ বোলারদের তালিকায় দেশ-বিদেশের হাড্ডাহাড্ডি লড়াই

শিখর ধাওয়ান

তালিকার শীর্ষে রয়েছেন শিখর ধাওয়ান। যিনি দিল্লি ক্যাপিটালসের জার্সিতে ৮টি ম্যাচ খেলে ৩৮০ রান করেছেন। তিনটি অর্ধশতরান এসেছে গব্বরের ব্যাট থেকে। এই আইপিএলে শিখরের সর্বোচ্চ স্কোর ৯২। মোট ৪৩টি চার ও আটটি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে।

কেএল রাহুল

তালিকার দ্বিতীয় স্থানে থাকা কেএল রাহুল পাঞ্জাব কিংসের জার্সিতে স্থগিত হয়ে যাওয়া আইপিএলে সাতটি ম্যাচ খেলেছেন। ৩৩১ রান এসেছে তাঁর ব্যাট থেকে। এই আইপিএলে চারটি অর্ধশতরান এসেছে রাহুলের ব্যাট থেকে। সর্বোচ্চ স্কোর অপরাজিত ৯১। আধখানা টুর্নামেন্টে মোট ২৭টি চার ও ১৬টি ছক্কা হাঁকিয়েছেন পাঞ্জাব কিংসের অধিনায়ক।

ফ্যাফ ডু প্লেসি

আইপিএল ২০২১-এ চেন্নাই সুপার কিংসের জার্সিতে সাত ম্যাচ খেলে ৩২০ রান করেছেন ফ্যাফ ডু প্লেসি। চারটি অর্ধশতরান করা দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়কের সর্বোচ্চ স্কোর অপরাজিত ৯৫। টুর্নামেন্টে ২৯টি চার ও ১৩টি ছক্কা এসেছে ফ্যাফের ব্যাট থেকে।

পৃথ্বী শ

তালিকার চতুর্থ স্থানে রয়েছেন ভারতের পৃথ্বী শ। এই আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে আট ম্যাচ খেলে ৩০৮ রান করেছেন তরুণ ওপেনার। তিনটি অর্ধশতরান এসেছে পৃথ্বীর ব্যাট থেকে। তাঁর সর্বোচ্চ স্কোর ৮২। টুর্নামেন্টে ৩৭টি চার ও ১২টি ছক্কা হাঁকিয়েছেন পৃথ্বী।

সঞ্জু স্যামসন

রাজস্থান রয়্য়ালসের অধিনায়ক সঞ্জু স্যামসন সাত ম্যাচ খেলে ২৭৭ রান করেছেন। তিনি তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছেন। একটি শতরান এসেছে তাঁর ব্যাট থেকে। তাঁর সর্বোচ্চ স্কোর ১১৯। স্থগিত হয়ে যাওয়া আইপিএলে ২৬টি চার ও ১১টি ছক্কা হাঁকিয়েছেন সঞ্জু।