বাজার খোলার সময় বাড়ল, হাফ ডে খোলা ব্যাঙ্ক, করোনা লকডাউন নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার

মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই করোনা পরিস্থিতি মোকাবিলায় একাধিক কড়া সিদ্ধান্ত ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দোকাল খেলা রাখার নতুন সময় বেঁধে দিয়েছেন মমতা। ব্যাঙ্ক খোলা রাখার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতির করাণেই কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছেন তিনি।

পরিবহণে রাশ

করোনা মোকাবিলায় বৃহস্পতিবার থেকে বন্ধ থাকবে রাজ্যের লোকাল ট্রেন পরিষেবা। তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে দায়িত্বভার নিয়েই করোনা মোকাবিলায় কড়া সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সব সরকারি পরিবহণই ৫০ শতাংশ করে দেওয়া হয়েছে। অর্থাৎ বাস,ট্রাম,ট্যাক্সি সবই ৫০শতাংশ চলবে। সরকারি অফিসেও হাজিরা ৫০ শতাংশ করে দেওয়া হয়েছে।

বদলাল বাজার খোলার সময়

এতোদিন সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত খোলা রাখা হচ্ছিল দোকান বাজার। আর বিকেলে ৩টে থেকে৫টা। সেই সময়ে সামান্য পরিবর্তন আনা হয়েছে।এবার থেকে বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকান বাজার। তবে সোনার দোকান কেবল মাত্র দুপুর ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত খোলা রাখা হবে। বউবাজারের স্বর্ণ দোকানীরাই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন।

ব্যাঙ্ক হাফডে

এবার থেকে আর পুরো সময় খোলা থাকবে না ব্যাঙ্ক। প্রতিদিন অর্ধেক সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক। ভিড় কমাতে অনলাইনে পরিষেবা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে শপিং মল,সিনেমা হল, হোটেল,রেস্তরাঁ , বিউটি পার্লার সব বন্ধ থাকবে। কেবল মাত্র হোম ডেলিভারি নেওয়া যাবে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এগুলি বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

বাজার খোলার সময় বাড়ল, হাফ ডে খোলা ব্যাঙ্ক, করোনা লকডাউন নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার

বাসে এলেও করোনা পরীক্ষা

ভিন রাজ্য থেকে যাঁরা বাসে আসছেন তাঁদেরও আরটিপিসিআর টেস্ট করাতে হবে। বিমানে এলে লাগবে নেগেটিভ িরপোর্ট। করোনা পরীক্ষার উপর জোর দেওয়া হয়েছে। তারসঙ্গে করোনা মোকাবিলায় আগে সেকেন্ডডোজ শেষ করার উপর জোর দিতে বলেছেন মমতা বন্দ্যোপধ্যায়।