'আরও আগে বন্ধ করা উচিত ছিল আইপিএল', করোনা যুদ্ধে বিসিসিআই-কে অনুদানের প্রস্তাব প্রাক্তনীর

ভারতে করোনা ভাইরাসের নয়া স্ট্রেন যেভাবে প্রভাব বিস্তার করেছে, তাতে অনেক আগেই আইপিএল বন্ধ করে দেওয়া বিসিসিআইয়ের উচিত ছিল বলে মনে করেন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক সুরিন্দর খান্না। আইপিএল গভর্নিং কাউন্সিলের প্রাক্তন সদস্য হওয়ার খাতিরে তাঁর মনে হয়েছে, অতিমারী পরিস্থিতিতে আরও একটু সহানুভূতিশীল হতে পারত ভারতীয় ক্রিকেট বোর্ড। করোনা যুদ্ধে দেশের মানুষের পাশে দাঁড়াতে বিসিসিআইয়ের অবিলম্বে মোটা টাকার অনুদান ঘোষণা করা উচিত বলে মনে করেন সুরিন্দর খান্না।

'১০০ কোটি টাকা দিক বিসিসিআই'

সুরিন্দর খান্না মনে করেন, করোনা ভাইরাসের ভয়াবহ পরিস্থিতিতে বিসিসিআই-কে আইপিএল বন্ধ করে ক্ষান্ত হলে চলবে না। দেশের দুর্গতদের পাশে দাঁড়াতে সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট বোর্ডকে অন্তত ১০০ কোটি টাকা অনুদান দেওয়ার পরামর্শ বা প্রস্তাব দিয়েছেন দেশের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

'অনেক আগেই বন্ধ করা উচিত ছিল আইপিএল'

দেশে করোনা ভাইরাস যেভাবে প্রভাব ফেলেছিল, তাতে অনেক আগেই আইপিএল বন্ধ করে দেওয়া উচিত ছিল বলে মনে করেন সুরিন্দর খান্না। তাঁর কথায়, এ ব্যাপারে আইপিএলের আট ফ্র্যাঞ্চাইজিরও সচেতন হওয়া উচিত ছিল। অতিমারী পরিস্থিতে যেখানে মানুষের পাশে দাঁড়ানোই প্রধান উদ্দেশ্য হওয়া উচিত, সেখানে আইপিএলের দলগুলির মালিকপক্ষ কেবল লাভের কথা ভেবেছে বলে মনে করেন প্রাক্তনী।

'ল্যাজে-গোবরে হয়েছে বোর্ড'

আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য হওয়ার খাতিরে সংযুক্ত আরব আমিরশাহীতে হওয়া গত মরসুমের টুর্নামেন্ট খুব কাছ থেকে দেখেছিলেন সুরিন্দর খান্না। করোনা ভাইরাসের আবহে জৈব সুরক্ষা বিধির সব প্রোটোকল মেনে সেবার খুব সুন্দরভাবে লিগ আয়োজন করা হয়েছিল বলে জানিয়েছেন ১৯৮৪-এর এশিয়া কাপের সেরা ক্রিকেটার। তবে এবার হাই-প্রোফাইল টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে বিসিসিআই ল্যাজে-গোবরে হয়েছে বলে মনে করেন সুরিন্দর। অতিমারী পরিস্থিতিতে ৬ শহরে আইপিএল আয়োজন করার সিদ্ধান্তই যে ভুল, তা স্পষ্ট জানিয়েছেন দেশের প্রাক্তন উইকেটরক্ষক।

রাজস্থান রয়্যালস ওপেনার জস বাটলারের থেকে বিশেষ উপহার পেলেন যশস্বী

'আর্থিক ক্ষতি কোনও ব্যাপার নয়'

প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী আইপিএল ২০২১ স্থগিত হওয়ার কারণে বিসিসিআইয়ের ২ হাজার কোটি টাকা ক্ষতি হতে চলেছে। এই ক্ষতির প্রভাব ভারতীয় বোর্ডের কোষাগারে পড়বে না বলেই মনে করেন সুরিন্দর খান্না। তাঁর কথায়, টুর্নামেন্ট থেকে বিসিসিআইয়ের সম্ভাব্য লভ্যাংশে ঘাটতি হয়েছে। বোর্ডের কাছে এখনও যা টাকা রয়েছে, তার থেকে কিছু অংশ অতিমারী পরিস্থিতিতে সামাজিক কাজে ব্যবহার করা যায় বলে বিশ্বাস করেন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক।