করোনা সংক্রমণে ফের রেকর্ড বৃদ্ধি দেশে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩,৮২,৩১৫ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২,০৬,৬৫,১৪৮। দেশে একদিনে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৩৭৮০ জন।
গত ২ দিন দেশের করোনা সংক্রমণ কিছু হলেও কমেছিল। সামান্য পতন লক্ষ্য করা গিয়েছিল দৈনিক মৃত্যুর সংখ্যাতেও। হঠাৎ করে সেই সংখ্যা নতুন রেকর্ড গড়ল দেশে। এই হারে সংক্রমণ বাড়তে থাকলে আর একসপ্তােহর মধ্যেই দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ৪ লক্ষ পেরিয়ে যাবে। দেশে ৈদনিকমৃত্যুও লাগাম ছাড়া হয়ে উঠেছে। অক্সিজেনের অভাবে বিনা চিকিৎসায় রাস্তায় মরছেন মানুষ। দিল্লির পর তামিলনাড়ুতে অক্সিজেন না পেয়ে একাধিক রোগীর মৃত্যু হয়েছে।
করোনা পরিস্থিতি মোকাবিলায় গতকালই নীতীশকুমার সরকার ১৫ মে পর্যন্ত রাজ্যে লকডাউন জারি করেছে। কর্নাটক সরকারও লকডাউন আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কর্ণাটকে প্রবল অক্সিজেন সংকট দেখা দিয়েছে পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেছে। ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছেছে অক্সিজেনএক্সপ্রেস। গুজরাত থেকে অক্সিজেনএক্সপ্রেস দিল্লিতে পৌঁছেছে। করোনা পরিস্থিতি মেকাবিলায়৫০,০০০ কোটি টাকার ফান্ড ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্কও।