দলনেত্রী গড়েন, ভাঙেন তো না! শোভনের ঘরওয়াপসির জল্পনায় তাৎপর্যপূর্ণ বার্তা বৈশাখীর

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল জয়ের পর শোভন চট্টোপাধ্যায়ের ঘরওয়াপসি নিয়ে জল্পনা তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দরাজ প্রশংসা করে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন। অভিনন্দনের মোড়কে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সুশাসক মেনেই ক্ষান্ত থাকেননি, তিনি দলনেত্রী হিসেবেও ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন।

শোভন কি তবে তৃণমূলেই ফিরছেন, ভোটের ফলপ্রকাশের পরই প্রশংসা-বাণীতে চড়ল জল্পনা

দলনেত্রী গড়েন, ভাঙেন তো না! বার্তা বৈশাখীর

মমতার প্রশংসায় বৈশাখী বলেন, দলনেত্রী গড়েন, ভাঙেন তো না। গড়ার লক্ষ্য তিনি যা করণীয় করেছেন। তবে শোভনবাবু ফিরছেন বলে এমন খবর আমার কাছে নেই। আর ফিরে যাওয়ার জায়গাও যে সঙ্কুচিত হয়েছে, সেটাও ঠিক। এ কথা জানিয়েও তিনি বলেছেন রাজনীতি এক সম্ভাবনার শিল্প।

বৈশাখীর দরাজ প্রশংসায় চর্চা শোভনের ঘরওয়াপসি নিয়ে

বৈশাখী বলেন, মানুষ যাঁদের ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, তাঁদের অভিনন্দন। সবসময় মানতে হবে মানুষের রায়। মানুষের রায়েই মমতা বন্দ্যোপাধ্যায় আবার বাংলার ক্ষমতায়। অসুস্থ অবস্থাতেও তিনি যেভাবে লড়াই করেছেন, যেভাবে জিতেছেন, তাঁর কোনও প্রশংসাই য়থেষ্ট নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন বার্তায় অন্য সুর পেয়েছে রাজনৈতিক মহল।

একাধারে সুশাসক মমতা, সুসংগঠকও

একুশের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের পর বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার ও শোভনবাবুর পক্ষ থেকে অনেক অভিনন্দন। উনি একজন সুশাসক। আর এমন একজন দলনেত্রী যিনি গড়েন, ভাঙেন না। শোভনবাবু দল ছাড়ার পরও তিনি নিরাপত্তা সরিয়ে নেননি।

মমতার মতো শোভনও আবেগপ্রবণ!

তবে কি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ফেরার পর শোভন-বৈশাখীরা ফের ঘরমুখী হবেন? তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। আর বৈশাখী বলেছেন, শোভনবাবু এমন একজন নেতা, যিনি তৃণমূল ছাড়ার পরদিনই বিজেপিতে যোগদান করেননি। তৃণমূল ছেড়েছিলেন আদর্শ-নীতির লড়াইয়ে। আবার তিনি যা মনে করবেন, সিদ্ধান্ত নেবেন।

কোনও দলে নেই, মানুষের পাশে আছেন শোভন-বৈশাখী

বৈশাখী বলেন, শোভনবাবু বিজেপিকে বেছে নিয়েছিলেন অনেক পরে। কিন্তু সেখানে কাজের মতো পরিবেশ পাননি। তাই সরে এসেছেন। সব সম্পর্ক ত্যাগ করেছেন। শোভনবাবুও আবেগপ্রবণ মানুষ। তিনি যা সিদ্ধান্ত নেন, তাতেই সমর্থন করব। আমরা কোনও দলে না থাকলেও মানুষের থেকে বিচ্ছিন্ন হচ্ছি না।