ভোটের ফলাফল বেরোনোর পর থেকে রাজ্য জুড়ে হিংসা অব্যাহত। বিভিন্ন জেলায় আক্রান্ত হচ্ছে বিজেপি কর্মীরা। ইতিমধ্যে রাজ্যপালের কাছে দেখা করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। ভোটের ফল ঘোষণার পর থেকে ইতিমধ্যেই রাজ্যজুড়ে ছ' জন বিজেপি কর্মী খুন হয়েছেন বলে অভিযোগ তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
পরিস্থিতি খারাপ থেকে ক্রমশ খারাপ হচ্ছে। ইতিমধ্যে রাজ্যের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে কেদ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রক। কেন বিরোধীদের উপর হামলা সেই সংক্রাত তথ্য তলব করা হয়েছে।
অন্যদিকে রাজ্যপাল জগদীপ ধনকড়কে ফোন করে বিস্তারিত খোঁজ নিলেন উদ্বিগ্ন প্রধানমন্ত্রী।