east bengal club east bengal coronavirus coronavirus awareness football ইস্টবেঙ্গল করোনা ভাইরাস ফুটবলের খবর
করোনা মোকাবিলায় নজিরবিহীন পদক্ষেপ এসসি ইস্টবেঙ্গলের
পথ দেখিয়েছিলেন ভারতের ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রী। আইপিএলের বেশ কয়েকটি দলও তাদের টুইটার-সহ সোশ্যাল মিডিয়ায় দিতে শুরু করে করোনা চিকিৎসা সংক্রান্ত যাবতীয় প্রয়োজনীয় তথ্য। বাংলার প্রথম ফুটবল ক্লাব হিসেবে সেই পথেই হাঁটল এসসি ইস্টবেঙ্গল।

ক্লাবে চুক্তি সংক্রান্ত জটিলতা। সামনের মরশুমে আইএসএল খেলা নিয়ে অনিশ্চয়তার মেঘ। তার মধ্যেই মানবিক পদক্ষেপ নিল এসসি ইস্টবেঙ্গল। আজ ক্লাবের সোশ্যাল সাইটে জানানো হয়েছে নতুন পদক্ষেপের কথা।
In this TOGETHER 🤝, NOW more than EVER. 🏡😷💉🙏🏻 #WeAreOne #WeAreSCEB #COVID19 #IndiaFightsCovid19 pic.twitter.com/kfrtKZJeVT
— SC East Bengal (@sc_eastbengal) May 4, 2021
ফেসবুকে এসি ইস্টবেঙ্গলের ফলোয়ারের সংখ্যা ১৫ লক্ষের বেশি। টুইটারেও অন্তত আড়াই লক্ষ ফলোয়ার রয়েছে লাল হলুদের। এদিন এসসি ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়ায় জানানো হয়, আপাতত ক্লাবের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করা হবে কোভিড-১৯ সংক্রান্ত যাবতীয় তথ্য সামনে আনার কাজেই। প্রয়োজনের সময় যাতে যে কেউ করোনা চিকিৎসা সংক্রান্ত যাবতীয় সঠিক তথ্য পেতে পারেন তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।
🗣️ "We, at SC East Bengal, are doing everything we can to try and help you. We are all with you. Just hoping that things subside pretty soon."
— SC East Bengal (@sc_eastbengal) May 4, 2021
The Gaffer, @Robbie9Fowler , has a message for all of us as we try and tackle the #COVID19 crisis. #WeAreOne #WeAreSCEB 🏡😷💉🤝 pic.twitter.com/C5qZcCem2M
দলের কোচ রবি ফাউলারও এক ভিডিও বার্তায় বলেছেন, এসসি ইস্টবেঙ্গল সর্বতোভাবে এই কঠিন সময়ে সকলের পাশে থাকতে বদ্ধপরিকর। আমাদের আশা, এই কঠিন সময় অচিরেই কেটে যাবে। উল্লেখ্য, ফুটবলারদের মধ্যে প্রথম সুনীল ছেত্রী তাঁর টুইটার অ্যাকাউন্টটির অ্যাক্সেস করোনা সংক্রান্ত তথ্য প্রদানের জন্য দিয়েছিলেন বাস্তবের করোনা যোদ্ধাদের হাতে। তাঁদের মধ্যে সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী-সহ কয়েকজন রয়েছেন। কোভিড সংক্রান্ত যাবতীয় এবং সত্যনিষ্ঠ আপডেট যাতে আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায় তা নিশ্চিত করতেই এমন পদক্ষেপ।