দেশে করোনার দৈনিক সংক্রমণে সামান্য পতন, বাড়ল দৈনিক সুস্থতার হার

গত ২৪ ঘণ্টায় কিছুটা কমল দেশের করোনা সংক্রমণ। আক্রান্ত হয়েছেন ৩,৫৭, ২৮৯ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি পেরিয়ে গিয়েছে। সামান্য কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মারা গিয়েছেন ৩,৪৪৯ জন। একই সঙ্গে বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩,২০,২৮৯ জন।

দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে একমাত্র পথ পুরো লকডাউন ঘোষণা করা এমনই দাবি করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সুপ্রিম কোর্টও কেন্দ্রকে পুরো লকডাউনে যাওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু মোদী সরকার আগেই রাজ্যগুলিকে অনুরোধ জানিয়েছেন করোনা মোকাবিলায় লকডাউনকে যেন শেষ অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। যদিও একাধিক রাজ্য ইতিমধ্যেই লকডাউন শুরু করে দিয়েছে। পশ্চিমবঙ্গেও আংশিক লকডাউন শুরু হয়ে দিয়েছে। বাজার খোলা রাখার সময় বেধে দেওয়া হয়েছে।

করোনার টিকাকরণেও সংকট তৈরি হয়েছে। দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ৩৪,৪৭,১৩৩। করোনা মোকাবিলায় তাই প্রাথমিক ভাবে টিকাকরণে জোর দিচ্ছে মোদী সরকার।কিন্তু অধিকাংশ রাজ্যেই করোনা টিকামিল। সেকারণে ১৮-৪৪ বছরের কারোর করোনা টিকা করা যাচ্ছে। মাত্র ৬টি রাজ্য এই টিকাকরণ কর্মসূচি শুরু করতে পেরেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিনামূল্যে করোনা টিকা দেওয়ার দাবি জানিয়েছে। ইতিমধ্যেই১৩টি বিজেপি দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিনামূল্যে টিকাকরণের জন্য চিঠি লিখেছে। এই নিয়ে পথে নেমে আন্দোলন শুরু করার হুমকি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।