আইপিএলে করোনা আক্রান্ত একাধিক, আতঙ্কে সিদ্ধান্ত বদল ক্রিকেট দক্ষিণ আফ্রিকার

আইপিএল চলাকালীন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটার। কোভিড ১৯ টেস্ট পজিটিভ এসেছে চেন্নাই সুপার কিংসের তিন সাপোর্ট স্টাফের। উদ্ভুত পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। এই ইস্যুতে নিজেদের পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলেছে গ্রেম স্মিথ শিবির। ভারতে আইপিএল খেলতে আসা দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের কী নির্দেশ দেওয়া হয়েছে।

ক্রিকেটারদের ওপর সিদ্ধান্ত ছেড়ে দিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা

করোনা ভাইরাসের বাড়বাড়ন্তে ভারতে চলতে থাকা আইপিএলে অংশ নেওয়া দেশের ক্রিকেটারদের স্বাস্থ্য নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এবার একই পথে হাঁটল ক্রিকেট দক্ষিণ আফ্রিকাও। অতিমারী পরিস্থিতিতে দেশের ক্রিকেটাররা ভারতে আইপিএল খেলবেন কিনা, সেই সিদ্ধান্ত তাঁদেরই ওপর ছেড়ে দিয়েছে গ্রেম স্মিথ নেতৃত্বাধীন বোর্ড। উল্লেখ্য এর আগে দেশের ক্রিকেটারদের সর্বোতভাবে আইপিএল খেলার জন্য উৎসাহিত করেছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। সেই পরিস্থিতি থেকে তারা সরে এসেছে।

আইপিএল খেলা দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার

করোনা ভাইরাসের আবহে দেশে চলতে থাকা আইপিএলে দক্ষিণ আফ্রিকা থেকে মোট ১১ জন ক্রিকেটার খেলছেন। ক্রিস মরিস, কুইন্টন ডি কক, ফ্যাফ ডু প্লেসি, ডেভিড মিলার, কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিদি সেই তালিকায় উল্লেখযোগ্য নাম।

কোভিড ১৯ পজিটিভ কেকেআরের ২ ক্রিকেটার

কলকাতা নাইট রাইডার্সের স্পিনার বরুণ চক্রবর্তী এবং ফাস্ট বোলার সন্দীপ ওয়ারিওরের কোভিড ১৯ টেস্ট পজিটিভ এসেছে। তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে। স্থগিত করা হয়েছে কেকেআরের আজকের ম্যাচ। দলের বাকি সদস্যের কোভিড ১৯ রিপোর্ট নেগেটিভ এলেও আরও একবার করে প্রত্যেকেরই করোনা টেস্ট করা হয়েছে। প্যাট কামিন্স সহ কেকেআরের একাধিক ক্রিকেটারের গা ম্যাজম্যাজে ভাব রয়েছে বলে অন্দরের খবর। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন চেন্নাই সুপার কিংসের তিন জন সাপোর্ট স্টাফ।

করোনার বাড়বাড়ন্তে আইপিএল নিয়ে ভিন্ন সিদ্ধান্ত নেওয়ার পথে বিসিসিআই, কী বলছে রিপোর্ট

আইপিএল ছেড়েছেন যে যে ক্রিকেটার

ইতিমধ্যে ভারতে করোনা ভাইরাসের প্রভাব লাগামছাড়া হয়েছে। অক্সিজেনের অভাবে রাস্তাঘাটে পড়ে থেকে প্রাণ হারাচ্ছেন মানুষ। উদ্ভুত পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিন অস্ট্রেলিয় ক্রিকেটার। তাঁরা দেশে ফিরে গিয়েছেন। আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন। পরিস্থিতি এমন যে ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থাকে চাঙা করতে বিদেশ থেকে সাহায্য প্রার্থনা করছে ভারত সরকার। বিভিন্ন বিদেশি ক্রীড়া ব্যক্তিত্ব এবং প্রতিষ্ঠান এই দুঃসময়ে ভারতের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।