করোনায় স্থগিত হওয়া আইপিএলের বিভিন্ন বিভাগের সেরাদের তালিকা দেখে নিন

করোনা ভাইরাসের জেরে থমকে গিয়েছে আইপিএল। ফের কবে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের শেষ অংশ, তা বোঝা যাচ্ছে না। স্থগিত হয়ে যাওয়া টুর্নামেন্ট আদৌ আর হবে কিনা, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। এহেন পরিস্থিতিতে থমকে যাওয়া টুর্নামেন্টের বিভিন্ন বিভাগের সেরা ক্রিকেটারদের দেখে নেওয়া যাক। কী বলছে পরিসংখ্যান।

কোথায় থমকালো কমলা টুপির লড়াই

আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিংয়ের জেরে কমলা টুপির লড়াইয়ে তালিকার উঠে গিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের ফ্যাফ ডু প্লেসি। ৭ ম্যাচ খেলে ৩৩১ রান করেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক। রবিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ জেতানো পারফরম্যান্স করে ফ্যাফ-কে ফের টপকে গিয়েছেন শিখর ধাওয়ান। চলতি আইপিএলে এখনও পর্যন্ত আট ম্যাচ খেলে ৩৮০ রান করেছেন গব্বর। তিনটি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। সর্বোচ্চ স্কোর ৯২।

কোথায় থমকালো বেগুনি টুপির লড়াই

পরপর দুই ম্যাচে একটিও উইকেট পাননি হর্ষল প্যাটেল। তা সত্ত্বেও চলতি আইপিএলের সর্বাধিক উইকেট সংগ্রাহকদের তালিকার শীর্ষে রয়েছেন হর্ষল প্যাটেল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে সাতটি ম্যাচ খেলে ১৭টি উইকেট নিয়েছেন হর্ষল। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৭ রান দিয়ে নেওয়া ৫ উইকেট তাঁর সেরা স্পেল। তালিকার দ্বিতীয় স্থানে থাকা দিল্লি ক্যাপিটালসের তরুণ আবেশ খান আট ম্যাচ খেলে ১৪টি উইকেট নিয়েছেন।

সবচেয়ে বেশি ছক্কা ও চার

করোনা ভাইরাসের জেরে স্থগিত হয়ে যাওয়া আইপিএলে সবচেয় বেশি ছক্কা হাঁকিয়েছেন কেএল রাহুল। মোট ১৬টি ওভার বাউন্ডারি এসেছে পাঞ্জাব কিংসের অধিনায়কের ব্যাট থেকে। আইপিএলে সবচেয়ে বেশি ৪৩টি চার মেরেছেন দিল্লি ক্যাপিটালসের শিখর ধাওয়ান।

সবচেয়ে বেশি শতরান ও অর্ধশতরান

স্থগিত হয়ে যাওয়া আইপিএলে তিনটি শতরান হয়েছে। রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসন, জস বাটলার ও আরসিবি-র দেবদত্ত পাড়িক্কলের ঝুলিতে রয়েছে এই নজির। ৫১ বলে শতরান করে দ্রুততম ব্যাটসম্যান হয়েছেন পাড়িক্কল। এক ইনিংসে সবচেয়ে বেশি ১২৪ রান করেছেন জস বাটলার। আইপিএল ২০২১-এ সবচেয়ে বেশি চারটি অর্ধশতরান হাঁকিয়েছেন কেএল রাহুল। টুর্নামেন্টে দ্রুততম অর্ধশতরান (১৭ বলে) এসেছে মুম্বই ইন্ডিয়ান্সের কাইরন পোলার্ডের হাত থেকে।

সবচেয়ে বেশি স্ট্রাইক রেট ও সর্বনিম্ন ইকোনমি রেট

আইপিএল চেন্নাই সুপার কিংসের জার্সিতে সাতটি ম্যাচ খেলা আম্বাতি রায়ডুর ব্যাটিং স্ট্রাইক রেট ২০০। যা টুর্নামেন্টে সবচেয়ে বেশি। একই দলের হয়ে মাত্র এক ম্যাচ খেলে ইমরান তাহির ৪-এর ইকোনমি রেটে বল করেছেন। তালিকার শীর্ষ স্থানে রয়েছেন তিনিই।

আইপিএল তালিকার প্রথম চার দল

চলতি আইপিএলে ৮ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার প্রথম স্থানে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস। সাত ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। তালিকার তৃতীয় স্থানে অবস্থান করা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও সাত ম্যাচ খেলে ১০ পয়েন্টে অবস্থান করছে। সাত ম্যাচ খেলে আট

আইপিএল তালিকার শেষ চার দল

৭ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে রাজস্থান রয়্যালস। ৮ ম্যাচ খেলে ৬ পয়েন্ট অর্জন করেছে কেএল রাহুল শিবির। তালিকার ষষ্ঠ স্থানে তাদের অবস্থান। সাত ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে কেকেআর। অষ্টম স্থানে অবস্থান করা সানরাইজার্স হায়দরাবাদের পয়েন্ট ২।