• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

করোনার ছোবলে আইপিএল স্থগিত হতেই বিসিসিআইয়ের বিরুদ্ধে জনস্বার্থের আবেদন

আর্থিক ক্ষতির ওপর মামলার ঘা-তে ঝালাপালা বিসিসিআই। করোনা ভাইরাসের জেরে আইপিএল ২০২১ স্থগিত হতেই সৌরভ গঙ্গোপাধ্যায় শিবিরের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে জনস্বার্থ মামলার আবেদন জমা পড়ল। এই অস্থির সময়ে দেশে জমকালো ক্রিকেট লিগ আয়োজন করার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডর কাছে এক হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

করোনার ছোবলে আইপিএল স্থগিত হতেই বিসিসিআইয়ের বিরুদ্ধে জনস্বার্থের আবেদন

মঙ্গলবার বম্বে হাইকোর্টে বিসিসিআইয়ের বিরুদ্ধে জনস্বার্থ মামলার আবেদনটি দাখিল করেছেন আইনজীবী বন্ধন শাহ। তিনি লিখেছেন, এই অস্থির সময়ে দেশে আইপিএলের আসর বসিয়ে অন্যায় করেছে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। জৈব সুরক্ষা বলয়ে থাকা সত্ত্বেও টুর্নামেন্টে কোভিড ১৯ সংক্রমিত হওয়ার সম্ভাবনা ছিল বলে জানিয়েছেন শাহ। আইপিএল চলাকালীন ক্রিকেটাররা সামাজিক দূরত্ব সহ স্বাস্থ্য বিধি মেনে চলেননি বলেও দাবি করেছেন মুম্বইয়ের ওই প্রতিবাদী আইনজীবী। তাঁর প্রশ্ন, করোনা পরিস্থিতিতে দেশে আইপিএল আয়োজনের কী প্রয়োজনীয়তা ছিল? কোভিড ১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য সৌরভ গঙ্গোপাধ্যায় শিবিরের কাছ থেকে এক হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন আইনজীবী শাহ।

মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরইজার্স হায়দরাবাদের আজকের ম্যাচ হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল সোমবার থেকেই। তার আগে ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে দুঃসংবাদে কেঁপে ওঠে হায়দরাবাদ শিবির। দলের বাঙালি উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার কোভিড ১৯ টেস্ট পজিটিভ আসতেই নড়েচড়ে বসে বিসিসিআই। সৌরভ গঙ্গোপাধ্যায় শিবিরের উদ্বেগ আরও বাড়িয়ে তোলে দিল্লি ক্যাপিটালসের লেগ স্পিনারল অমিত মিশ্রের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর।

যুদ্ধকালীন তৎপরতায় এবং জরুরিকালীন পরিস্থিতিতে আইপিএলের গভর্নিং কাউন্সিলের সঙ্গে বৈঠক ডাকে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। সেখানে সর্বসম্মতিক্রমে লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিলের ভাইস চেয়ারম্যান রাজীব শুক্লা। বলেছেন, যে আইপিএলে অংশ নেওয়া সব ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ, স্টেক হোল্ডার, কর্মীদের কথা ভেবেই এই বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। পরে বিসিসিআইয়ের তরফে একই খবর জানিয়ে দেওয়া হয়েছে। আট দলের ফ্যাঞ্চাইজিকে এ ব্যাপারে সূচিত করা হয়েছে।

করোনা ভাইরাসের আবহে ভয়াবহ আকার নেওয়া চেন্নাই, মুম্বই, আহমেদাবাদ এবং দিল্লিতে এখনও পর্য়ন্ত আইপিএল ২০২১-এর মোট ২৯টি ম্যাচ খেলা হয়েছে। সোমবার কেকেআর এবং আরসিবি-র মধ্যে অনুষ্ঠিত হতে চলা ম্যাচটি ৩০তম হওয়ার কথা ছিল। অন্যান্য বারের মতো এবারও ফাইনাল নিয়ে আইপিএলে মোট ৬০টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ৩০ মে শেষ হওয়ার কথা ছিল ইভেন্ট।

English summary
PIL filed in Bombay High Courts seeking damages from BCCI for conducting IPL 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X