আইপিএল ২০২১ : অস্ট্রেলিয়া পৌঁছনোর আগে মালদ্বীপে উড়ে যাবেন স্মিথ, ওয়ার্নাররা

করোনা ভাইরাসের ভয়াবহ প্রভাবে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল ২০২১। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যার মধ্যে পড়েছেন টুর্নামেন্ট খেলতে আসা অস্ট্রেলিয় ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফরা। ভারত থেকে অস্ট্রেলিয়াগামী বিমান যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় আটকে পড়া স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারদের দেশে ফেরানোর বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

করোনা যুদ্ধে ভারতের পাশে আরও এক অস্ট্রেলিয়, সিএসকে সদস্যের আর্থিক সাহায্য

মালদ্বীপে উড়ে যাবেন ক্রিকেটাররা

ভারত থেকে সরাসরি অস্ট্রেলিয়া উড়ে যেতে পারবেন না আইপিএলে খেলতে আসা সে দেশের ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফরা। ফলে তাঁদের দেশে ফেরাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ঠিক হয়েছে যে আইপিএল স্থগিত হওয়া অস্ট্রেলিয় ক্রিকেটারদের প্রথমে মালদ্বীপে পাঠানো হবে। সেখানে ১৪ দিন কোয়ারেন্টাইনে কাটিয়ে তবেই অস্ট্রেলিয়া ফিরতে পারবেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, রিকি পন্টিংরা। তার আগে অস্ট্রেলিয় ক্রিকেট তারকাদের কোভিড ১৯ রিপোর্ট নেগেটিভ আসা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। এ ব্যাপারে ভারত সরকারের মাধ্যমে অস্ট্রেলিয়া ও মালদ্বীপ প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে বিসিসিআই।

কোন সংকটে ছিলেন অস্ট্রেলিয় ক্রিকেটাররা

করোনা ভাইরাসের জেরে আইপিএল বাতিল হতেই উভয় সংকটে পড়ে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ এবং ধারাভাষ্যকাররা। আগামী ১৫ মে পর্যন্ত ভারতের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয় সরকার। এই সময়ের মধ্যে ভারতে আইপিএল খেলতে দেশের তারকাদের ফেরাতে তাঁরা কোনও ব্যবস্থা নেবে না বলে জানিয়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, রিকি পন্টিং, গ্লেন ম্যাক্সওয়েলদের জন্য চার্টার্ড বিমানের ব্যবস্থা করা হবে না বলে জানিয়ে দিয়েছিল তাঁদের দেশের ক্রিকেট বোর্ড। এই পরিস্থিতিতে বিসিসিআই এবং নরেন্দ্র মোদী প্রশাসনের দিকে তাকিয়ে থাকা ছাড়া অস্ট্রেলিয় ক্রিকেটারদের কাছে আর কোনও উপায় আপাত ভাবে ছিল না।

কী করেছে বিসিসিআই

করোনা ভাইরাসের আবহে সুষ্টুভাবে আইপিএল আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিল বিসিসিআই। ভারতে টুর্নামেন্ট খেলতে আসা বিদেশি ক্রিকেটাদের নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার আশ্বাসও দিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। কিন্তু অস্ট্রেলিয় ক্রিকেটারদের ক্ষেত্রে এই মুহুর্তে সেই পদক্ষেপ করা সম্ভব ছিল না। কারণ অস্ট্রেলিয় সরকার জানিয়ে দিয়েছে, অতিমারীর কঠিন পরিস্থিতি যে ভারত থেকে তাদের দেশে প্রবেশ করবেন, তাঁদের কমপক্ষে পাঁচ বছরের জেল হবে। এহেন পরিস্থিতিতে স্কট মরিসন সরকার ও অস্ট্রেলিয় ক্রিকেট বোর্ডের কাছে দরবার করেছিল বিসিসিআই। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা গিয়েছে বলে জানানো হয়েছে।

কতজন ক্রিকেটার একসঙ্গে উড়ে যাবেন মালদ্বীপ

ভারতে করোনা ভাইরাসের প্রভাব লাগামছাড়া হয়েছে। অক্সিজেনের অভাবে রাস্তাঘাটে পড়ে থেকে প্রাণ হারাচ্ছেন মানুষ। উদ্ভুত পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিন অস্ট্রেলিয় ক্রিকেটার। দেশে ফিরে গিয়েছেন অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা এবং কেন রিচার্ডসন। তাঁরা ছাড়া বিভিন্ন দলের জৈব সুরক্ষা বলয়ে রয়েছেন ১৪ জন অস্ট্রেলিয় ক্রিকেটার। সেই তালিকায় স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, ক্রিস লিনের মতো হাই প্রোফাইল নামগুলি অন্তর্ভূক্ত। দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কোচ হিসেবে ভারতে রয়েছেন যথাক্রমে রিকি পন্টিং ও সাইমন ক্যাটিচ। আইপিএল উপলক্ষে ভারতে রয়েছেন ব্রেট লি, মাইকেল স্ল্যাটারের মতো প্রাক্তন অস্ট্রেলিয় ত্রিকেটাররা। সবমিলিয়ে মোট ৪০ জন একসঙ্গে মালদ্বীপ রওনা হবেন বলে জানানো হয়েছে।