৫ রাজ্যের ভোটের ফল প্রকাশ হতেই দাম বাড়ল পেট্রোল ডিজেলের। ১৮ দিনপর দেশের সব মেট্রো শহরে জ্বালানি তেলের দাম বেড়েছে। ১৮ পয়সা দাম বেড়েছে। দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছেন ৯০.৮০ টাকা । গতকাল পর্যন্ত দাম ছিল ৯০.৫৫ টাকা। মুম্বইয়ে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৯৬.৯৫টাকা। আর কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৯২.৫৫ টাকা।
ডিজেলের দামও বেড়েেছ ১৮ পয়সা। দিল্লিতে ডিজেলের দাম বেড়ে হয়েছে ৮০.৯১টাকা। গতকাল পর্যন্ত তার দাম ছিল ৮০.৭৩ টাকা। একই ভাবে রাজধানী দিল্লির মতো বাণিজ্যনগরী মুম্বইয়েও ডিজেলের দাম বেড়েেছ। মুম্বইয়ে দাম বেড়ে হয়েছে ৮৭.৯৮ টাকা। একই ভাবে কলকাতায় ডিজেলের দাম বেড়ে ৮৩. ৭৮ টাকা। আর চেন্নাইয়ে ডিজেলের দাম বেড়ে হয়েছে ৮৫.৯০ টাকা।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির করাণেই দাম বেড়েছে পেট্রোল ডিজেলের। ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম একই সঙ্গে দাম বাড়িয়েছে। সকাল ৬টা থেকেই গোটা দেশে কার্যকর হয়েছে এই পেট্রোল-ডিজেলের নতুন দাম।