করোনার ধাক্কা হকিতে, স্থগিত ভারতের প্রো হকি লিগের খেলা

করোনা পরিস্থিতির জেরে অনেক দেশই আপাতত বন্ধ করে দিয়েছে ভারতের সঙ্গে বিমান চলাচল। ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় ভারত-সহ এশিয়ার বিভিন্ন দেশ থেকে অনেক দেশেই প্রবেশে জারি হয়েছে সাময়িক নিষেধাজ্ঞা। এর প্রভাব পড়ল ভারতীয় হকি দলের সফরেও।

চলতি মাসেই এফআইএইচ প্রো হকি লিগে ভারতের খেলা ছিল স্পেন ও জার্মানির বিরুদ্ধে। মে মাসের ১৫ ও ১৬ তারিখ স্পেনের বিরুদ্ধে খেলে জার্মানিতে গিয়ে জার্মানির বিরুদ্ধে ভারতের দুটি ম্যাচ খেলার কথা ছিল ২৩ ও ২৪ মে।

India’s upcoming #FIHProLeague away matches against Spain and Germany, scheduled on 15-16 May and 22-23 May respectively, have been postponed. @TheHockeyIndia

More details 👇

— International Hockey Federation (@FIH_Hockey) May 4, 2021

শুধু ভারতের স্পেন ও জার্মানির বিরুদ্ধে ম্যাচই নয়, গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ম্যাচগুলিও আগেই স্থগিত করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ভারত ঢুকে পড়েছে ইংল্যান্ডের রেড লিস্টে। বিমান যোগাযোগ বন্ধ তো আছেই, ভারত থেকে যাওয়া একমাত্র ইংল্যান্ডের নাগরিকদেরই দেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। তবে থাকতে হচ্ছে কঠোর নিভৃতবাসে। ফলে করোনা পরিস্থিতির জেরে গত মাসেই ভারত ও গ্রেট ব্রিটেনের মধ্যে প্রো হকি লিগের খেলা স্থগিত করে দেওয়া হয়। এই খেলাগুলি হওয়ার কথা ছিল ৮ ও ৯ মে।

ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের তরফে এই খবর জানিয়ে বলা হয়েছে, হকি আজ যে উচ্চতায় পৌঁছেছে সেখানে ভারতের অবদান অনস্বীকার্য। হকির সঙ্গে যুক্ত বিশ্বের সব দেশ ভারতের এই কঠিন সময়ে সহমর্মিতা জানাচ্ছে। ভারতীয় হকির সঙ্গে যুক্ত সকলের পরিবারের পাশেই রয়েছে এফআইএইচ। প্রো হকি লিগে অংশগ্রহণকারী দেশগুলির হকি সংস্থার সঙ্গে আলোচনা করেই আপাতত ওই ম্যাচগুলি স্থগিত রাখা হয়েছে। কবে ফের ম্যাচগুলি আয়োজন করা যায় সব বিকল্প ভেবে তা চূড়ান্ত করা হবে।

উল্লেখ্য, ভারতে প্রতিদিন করোনা সংক্রমণ যে উদ্বেগজনক হারে বাড়ছে সেই পরিস্থিতিতে ভারতের সঙ্গে আপাতত বিমান চলাচল বন্ধ রেখেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, মালয়েশিয়া, জার্মানি, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড। এফআইএইচ প্রো হকি লিগের পয়েন্ট তালিকায় আট ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে চারে রয়েছে ভারত। শীর্ষে বেলজিয়াম ছাড়াও ভারতের আগে রয়েছে নেদারল্যান্ডস ও জার্মানি।