বাংলার ভোট পরিসংখ্যান
প্রসঙ্গত, ২১৩ আসন পেয়ে মমতা শিবির তৃতীয় বারের জন্য মসনদে বসতে চলেছে। বাংলায় হ্যাট্রিক করে তৃতীয়বার ক্ষমতায় আসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, ৭৭ টি আসনে জয় পেয়ে বিজেপি থাকছে প্রধান বিরোধী দলের ভূমিকায়। সংযুক্ত মোর্চার তরফে ভাঙড় আসনে আব্বাসের ভাই নৌসাদের জয় এবারের ভোটে রীতিমতো প্রাসঙ্গিক।
পশ্চিমবঙ্গের ২০২১ নির্বাচনের ভোট শেয়ার
প্রসঙ্গত, বাংলার বুকে তৃণমূল কংগ্রেস ২০২১ বিধানসবা নির্বাচনে কার্যত ঝড় তুলে দিয়েছে। প্রবল মোদী সুনামীর মধ্যেও মমতার ক্যারিশ্মায় তৃণমূল এবার ২১৩ আসনে জয় পেয়েছে। মোট ২৯২ আসনের মধ্যে এই জয়ের ফলে তৃণমূলের ভোট শেয়ার ৪৭.৯৪ শতাংশ হয়েছে। এদিকে, বিজেপি এবারের ভোটে ৭৭ টি আসন পেয়েছে। ফলে গেরুয়া শিবিরের ভোট শেয়ার হয়েছে ৩৮.১৩ শতাংশ। বাম কংগ্রেসের সংযুক্ত মোর্চার তরফে সিপিআইএম পেয়েছে ৪.৭৩ শতাংশ, কংগ্রেস পেয়এছে ২.৯৩ শতাংশ ভোট, ফরোয়ার্ড ব্লক পেয়েছে ০.৫৩ শতাংশ, আইএনডি ১.৬ শতাংশ, আরএসপি পেয়েছে ০.২১ শতাংশ ভোট, বাকিরা ৩.৯৩ শতাংশ ভোট পেয়েছে।
'এক্সিট পোল বনাম এক্স্যাক্ট পোল'
প্রসঙ্গত, একাধিক এক্সিট পোল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে একাধিক ফলাফলের বার্তা দিয়েছিল। তবে সেসবকে ছাপিয়ে ২১৮ আসন দখল করে বহু এক্সিট পোলের হিসাব নিকেশ ওলট পালট করে দেন একা মমতা। ইটিজি রিসার্চের সমীক্ষা বলছে বাংলায় ১০৫ থেকে ১১৫ টি আসন পাবে বিজেপি, তৃণমূল পাচ্ছে ১৬৪ থেকে ১৭৬ । সেক্ষেত্রে মমতা শিবির ম্যাজিক ফিগার পার করছে। ১৪৮ এর ম্যাজিক ফিগার তৃণমূল পার করতে পারবে বলে আভাস রয়েছে পি মার্কের সমীক্ষায় । তারা বলছে তৃণমূল পাবে ১৫২ থেকে ১৭২ টি আসন। বিজেপি ১১২ থেকে ১৩২, বাম-কংগ্রেস ১০ থেকে ১৫ আসন। টাইমস নাও সিভোটার বলছে তৃণমূল পাবে ১৫৮, বিজেপি ১১৫, বামেরা ১৯ টি আসন। পোল স্টার্টের সমীক্ষা বলছে বিজেপি ১২৫ থেকে ১৩৫ টি আসন, তৃণমূল ১৪২ টি ও বাম কংগ্রেস ১৬ থেকে ২৬ টি আসন। এবিপি সিভোটার বলছে বিজেপি ১০৯ থেকে ১২১ টি আসন পাবে। মমতা শিবির পাবে ১৫২ থেকে ১৬৪ টি আসন। জন কি বাতের সমীক্ষায় বিজেপির ঘরে আসবে ১২৫ থেকে ১৩৫ টি আসন। তৃণমূলের ঘরে ১৪২ থেকে ১৫২ টি আসন। বামেরা ১৬ থেকে ২৬ টি আসন পাবে। (এই প্রতিবেদনের শেষে রয়েছে এক্সিট পোল সংক্রান্ত রেখচিত্রটি)
এলাকা ভিত্তিক ফলাফল
প্রসঙ্গত, এলাকা ভিত্তিক ফলাফলে দেখা যাচ্ছে বাংলায় উত্তরবঙ্গে বিজেপি দাপট দেখালেও , তা দক্ষিণবঙ্গে দেখাতে পারেনি তারা। কলকাতা কার্যত এবারও বিজেপির হাতছাড়া। ভাঙড়ে নৌসাদের জয় একটি প্রাসঙ্গিক বিষয় হলেও পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর অধিকারীগড়ে বিজেপি ও তৃণমূলের ভোট অঙ্ক রীতিমতো তাৎপর্যের বার্তা দিচ্ছে।
শেষ ৪ দফার ভোটে বাংলার বুকে ফলাফল
প্রসঙ্গত, শেষ ৪ দফার ভোটে বাংলার বুকে যেভাবে পার্টিগত ভোট শেয়ারের পরিসংখ্যান পাল্টে গিয়েছে, তাতে তাৎপর্যপূর্ণ প্রভাব দেখা গিয়েছে তৃণমূলের ক্ষেত্রে। ২০০৬ সাল থেকে ২০২০ সালে যেভাবে বাংলার বুকে তৃণমূল নিজের ভোট পরিসংখ্যান বাড়িয়েছে রীতিমতো অভাবনীয়।
পশ্চিমবঙ্গ: জনমত সমীক্ষা বনাম এক্সিট পোল বনাম আসল ফলাফল
প্রসঙ্গত, জনমত সমীক্ষা বনাম এক্সিট পোলের ফলাফলে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আঙিনায় ফলাফল কোনদিকে গিয়েছে তা দেখে নেওয়া যাক।
পশ্চিমবঙ্গে কীভাবে ক্ষমতার পালাবাদল হয়েছে?
এই গ্রাফিক রেখচিত্রে প্রকাশিত হয়েছে যে বিগত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কীভাবে ধীরে ধীরে রাজ্যে ক্ষমতার পালাবদল হয়েছে।
রাজ্যের রাজনৈতিক দলগুলির ছবি
রাজ্যের রাজনৈতিক দলগুলি আপাতত পরিসংখ্যানের বিচারে কে কোথায় রয়েছে দেখে নেওয়া যাক, এই রেখচিত্র থেকে।
২০০১ সাল থেকে ২০২১ পর্যন্ত বাংলার রাজনীতি
প্রসঙ্গত, ২০০১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বাংলার রাজনীতিতে রাজনৈতিক দলগুলি কে কোথায় ছিল তা দেখে নেওয়া যাক এক নজরে।
ভৌগলিক মানচিত্রে ভট অঙ্ক
প্রসঙ্গত, ভৌগলিক মানচিত্রে বাংলার বুকে ভোট অঙ্ক কীভাবে কোনদিকে এগিয়েছে দেখে নেওয়া যাক।