করোনা আক্রান্ত কেকেআর ক্রিকেটাদের সুস্থতা কামনায় আরসিবি, আবেগে ভাসল আইপিএল

দেশজুড়ে চলতে থাকা করোনা ভাইরাসের প্রভাব থেকে ছাড় পেল না। জরুরিকালীন পরিস্থিতিতে কেকেআর বনাম আরসিবি-র আজকের ম্যাচ বাতিল করে দিয়েছে বিসিসিআই। ফের কবে হবে এই ম্যাচ, ফের কবে মাঠে নামবে কেকেআর, তা অবশ্য এখনই বলা যাচ্ছে না। তবে অতিমারী পরিস্থিতিতে সব দলের ক্রিকেটারদের সুরক্ষায় বিসিসিআই যে আরও কড়া হতে চলেছে, তা প্রায় নিশ্চিত। কেকেআর ক্রিকেটারদের সুস্থতা কামনায় সামিল হল আরসিবি।

করোনা আক্রান্ত কেকেআরের দুই ক্রিকেটার

কলকাতা নাইট রাইডার্সের স্পিনার বরুণ চক্রবর্তী এবং ফাস্ট বোলার সন্দীপ ওয়ারিওরের কোভিড ১৯ টেস্ট পজিটিভ এসেছে। তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে। স্থগিত করা হয়েছে কেকেআরের আজকের ম্যাচ। দলের বাকি সদস্যের কোভিড ১৯ রিপোর্ট নেগেটিভ এলেও আরও একবার করে প্রত্যেকেরই করোনা টেস্ট করা হয়েছে। প্যাট কামিন্স সহ কেকেআরের একাধিক ক্রিকেটারের গা ম্যাজম্যাজে ভাব রয়েছে বলে অন্দরের খবর।

ছবি সৌজন্যে : বিসিসিআই/আইপিএল

আরসিবি-র টুইট ভাইরাল

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চলতি আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হওয়ার কথা ছিল কলকাতা নাইট রাইডার্সের। ম্যাচ স্থগিত করে দেওয়া হয়েছে। বিসিসিআইয়ের মতো বিরাট কোহলির আরসিবি রীতিমতো বিবৃতি জারি করে ক্রিকেট প্রেমীদের এই খবর জানিয়েছেন। একই সঙ্গে কেকেআরের বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিওরের সুস্থতা কামনা করেছে ব্যাঙ্গালোর।

ফিরে গিয়েছেন যে যে ক্রিকেটার

বাড়তে থাকা করোনা ভাইরাসের আতঙ্কে আইপিএল না খেলে দেশে ফিরে গিয়েছেন অস্ট্রেলিয়ার তিন জন ক্রিকেটার। টুর্নামেন্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ভারত তথা দিল্লি ক্যাপিটালসের স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন। দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার মতো পরিস্থিতিতে আইপিএলের মতো জমকালো ইভেন্ট আয়োজন নিয়ে তখনও প্রশ্ন তোলা হয়েছিল। টুর্নামেন্ট চলাকালীন কেকেআর শিবিরে ফের করোনা থাবা বসানোয়, সেই প্রশ্নই আরও একবার প্রাসঙ্গিক হয়েছে। বিভিন্ন মহল থেকে আইপিএল বন্ধেরও দাবি তোলা হয়েছে।

ছবি সৌজন্যে : পিটিআই

দেশে করোনা পরিস্থিতি

ভারতে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন প্রায় ২ কোটি মানুষ। প্রাণ হারিয়েছেন ২ লক্ষ ১৮ হাজারেরও বেশি মানুষ। দেশে বর্তমানে করোনা আক্রান্ত অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৪ লক্ষেরও বেশি।