কলকাতার করোনা সংক্রমণ ২ লাখ ছাড়াল সোমবার। উত্তর ২৪ পরগনাও পিছিয়ে নেই সংক্রমণ আর মৃত্যুতে। এদিন কলকাতা করোনা সংক্রমণ বাংলার মধ্যে শীর্ষে। করোনা সংক্রমণ ছাড়া দৈনিক মৃত্যুতে দুই জেলায় উদ্বেগজনক। সংক্রমণের বাড়বাড়ন্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। দৈনিক মৃত্যু প্রায় ১০০।
কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
সোমবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে ১৭ হাজারের উপরেই থাকছে। বাংলায় ১৭৫০১ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৩৯৯০। উত্তর ২৪ পরগনায় ৩৯৬৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় ও উত্তর ২৪ পরগনায় করোনা গ্রাফ এক লাফে বেড়েছে অনেকটা। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৩৪৯৯ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ২৮৪১।
একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ২০৩২৬৭। শুধু এদিনই কলকাতায় ৩৯৯০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৩৪৯৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ২১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১৭৩৩৭৬ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৬৩৯২ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩৮৩৭ জন।
উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১৮৯৫৪১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩৯৬৫ জন। মৃত্যু হয়েছে মোট ২৮৪১ জনের। এদিন মৃত্যু হয়েছে ২৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১৬৩২১৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৩৪৮৭ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২৮৪১ জন।
দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৯৬২ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৫৫৩১৪। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ৫৪০৭৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৯৯০ জন। হুগলিতে ৮০৪ জন বেড়ে আক্রান্ত ৪৪১৫৩ জন।
কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ৪২ জন, কোচবিহারে ২৪৩ জন, দার্জিলিংয়ে ৫৪১ জন, কালিম্পংয়ে ৪৬ জন, জলপাইগুড়িতে ২৩৯ জন, উত্তর দিনাজপুরে ১৫৫ জন, দক্ষিণ দিনাজপুরে ৮০ জন, মালদহে ৫২২ জন, মুর্শিদাবাদে ৩২০ জন, নদিয়ায় ৮৯৪ জন, বীরভূমে ৮৩৩ জন, পুরুলিয়ায় ১৯০ জন, বাঁকুড়ায় ৩৬০ জন, ঝাড়গ্রামে ৯০ জন, পশ্চিম মেদিনীপুরে ১৭৭ জন, পূর্ব মেদিনীপুরে ৬৫৬ জন, পূর্ব বর্ধমানে ৪৩৮ জন, পশ্চিম বর্ধমানে ৯৬৪ জন মোট আক্রান্ত হয়েছেন।