ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ৬ মে পর্যন্ত সতর্কবার্তা উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়

সকাল থেকে আকাশ পরিষ্কার। বেলা বাড়তেই অস্বস্তিকর আবহাওয়া। আর বিকেল হতেই মেঘলা আকাশ। এই ছিল দিনের আবহাওয়ার (weather) পরিস্থিতি। হাওয়া অফিসের সতর্ক বার্তায় বলা হয়েছে, আগামী ছয় মে পর্যন্ত বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হতে পারে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস।

ঘূর্ণাবর্তের উপস্থিতি

পশ্চিম উত্তর প্রদেশের ওপরে ঘূর্ণাবর্তের উপস্থিতি এবং সেখান থেকে একটি অক্ষরেথা পূর্ব উত্তর প্রদেশ, বিহার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপর দিয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর সঙ্গে রয়েছে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের উপস্থিতি। যার জেরে ৩ থেকে ৬ মে-র মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ব্যাপক বৃষ্টিপাত এবং ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে জেলাগুলিতে।

সতর্কবার্তা

আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে, বজ্রবিদ্যুতের সঙ্গে মাঝারি মাপের বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ৪ মে নাগাদ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলায়। ৫ মে নাগাদ ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলায়। এই সময়ে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নেমে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

যেসব ব্যবস্থা নিতে হবে

সাধারণ মানুষের উদ্দেশে করা সতর্কবার্তায় বলা হয়েছে, তারা যেন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সময় পাকা বাড়ির তলায় আশ্রয় নেন। পাশাপাশি সেই সময় কেউ যেন বাইরে না বেরোন। এই সময় গাছের তলায়ও আশ্রয় নেওয়া যাবে না বলে জানানো হয়েছে। কৃষকদের উদ্দেশে বলা হয়েছে, তাঁরা যেন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সময় খোলা মাঠে না থাকেন।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২১.৯

বালুরঘাট ২৩.২

বাঁকুড়া ২১

ব্যারাকপুর

বহরমপুর ২৫

বর্ধমান ২২

ক্যানিং ২৩.৬

কোচবিহার ২২.৬

দার্জিলিং ১২

দিঘা ২০.৫

কলকাতা ২৩.৬

মালদহ ২৫.৪

পানাগড় ২২

পুরুলিয়া ২২.১

শিলিগুড়ি ২২.৩

শ্রীনিকেতন ২১.৬