করোনা থাবা বসাতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল #CancelIPL-এর মিম, ট্রোলড আরসিবি ও হায়দরাবাদ

আইপিএলে ফের করোনা ভাইরাসের ছায়া। কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস শিবিরে কোভিড ১৯ থাবা বসাতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে #CancelIPL ট্রেন্ড। তা নিয়ে নানা মিম তৈরি করলেন নেটিজেনরা। তাতে ট্রোলড হতে হল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদকে।

করোনা থাবা বসাতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল #CancelIPL-এর মিম, ট্রোলড আরসিবি ও হায়দরাবাদ

কলকাতা নাইট রাইডার্সের স্পিনার বরুণ চক্রবর্তী এবং ফাস্ট বোলার সন্দীপ ওয়ারিওরের কোভিড ১৯ টেস্ট পজিটিভ এসেছে। তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে। স্থগিত করা হয়েছে কেকেআরের আজকের ম্যাচ। দলের বাকি সদস্যের কোভিড ১৯ রিপোর্ট নেগেটিভ এলেও আরও একবার করে প্রত্যেকেরই করোনা টেস্ট করা হয়েছে। প্যাট কামিন্স সহ কেকেআরের একাধিক ক্রিকেটারের গা ম্যাজম্যাজে ভাব রয়েছে বলে অন্দরের খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেকেআরে কোয়ারেন্টাইন বিধি কড়া হয়েছে। অন্যদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে সিএসকে-ক তিন সদস্য।

পরিস্থিতির গুরুত্ব বুঝে অবিলম্বেই আইপিএল বন্ধের দাবি তুলেছে দেশের একটা অংশ। সেই দাবিতে সোশ্যাল মিডিয়ায় #CancelIPL ট্রেন্ড তৈরি করা হয়েছে। তা নিয়ে নানা মিম তৈরি করা হয়েছে। যেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদকে ট্রোলড করা হয়েছে। মজার মিম দেখে হেসে কুটিপাটি নেটিজেন থেকে ক্রিকেট প্রেমীরা।

#CancelIPL mean while SRH team & fans after seeing the trend pic.twitter.com/hUL6gbyA8j

— 𝐃𝐇𝐀𝐕𝐀𝐋 𝐓𝐑𝐈𝐕𝐄𝐃𝐈 (@TrivediDhaval09) May 3, 2021

RCB fans reaction after Seeing #CancelIPL is trending 🤣🤣#IPL2021 #cancelipl2021 pic.twitter.com/HoFhFl9At2

— Gulshan Kumar (@GulshanKr786) May 3, 2021

উল্লেখ্য দীর্ঘ বছর পর এবার আইপিএল জয়ের মতো পরিস্থিতি তৈরি করেছে আরসিবি। অন্যদিকে পরপর ম্যাচ হেরে পয়েন্ট তালিকার নিচের দিকে অবস্থান করছে সানরাইজার্স হায়দরাবাদ। করোনার জেরে আইপিএল বন্ধ হয়ে গেলে আরও একবার খেতাব হাতছাড়া হওয়ার দুঃখে হতাশ হতে পারে বিরাট কোহলি শিবির। টুর্নামেন্ট বাতিল হয়ে গেলে হায়দরাবাদের মতো খুশি অন্য কোনও দল হবে না। সেই বৈপরীত্যকেই মিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে।