বর্ষীয়ান মন্ত্রীর দাবি
চিদাম্বরম জানিয়েছেন, ৪ টি রাজ্যের মধ্যে ৩ টি রাজ্যেই বিরোধীরা কুপোকাত করেছে বিজেপিকে। যার প্রভাব জাতীয় রাজনীতিতে পড়তে চলেছে। চিদাম্বরমের দাবি, বাংলার ভোটে বিজেপির চরম ভরাডুবির কারণ , বাংলার শেষ ৫ দফার ভোট।
বিজেপির পতন ও চিদাম্বরম
বর্ষীয়ান এই কংগ্রেস নেতা দাবি করছেন, বাংলায় শেষ ৫ দফার ভোটের সময়ই দেশে করোনার দ্বিতীয় স্রোত প্রবল পরিমাণে বেড়ে যায়। সেই সময় মোদী করোনার দিকে সেভাব নজর না দিয়ে সভা সমিতিতে ব্যস্ত হয়ে পড়েন। আর সেই জায়গা থেকে মানুষের আস্থা চলে যায় কেন্দ্রের উপর। করোনার প্রবল প্রকোপে মোদী সরকারের ব্যর্থতাই বিজেপির ভরাজুবির কারণ বলে ব্যাখ্যা করেছেন চিদাম্বরম।
তামিলভূমে গেরুয়া পতন
এদিকে, তামিলনাড়ুতেও মোদী সরকারের মন্ত্রীরা সেভাবে তামিলভূমে প্রভাব ফেলতে পারেননি। কেন্দ্রীয় মন্ত্রীদের কাজে তামিলনাড়ু যে রীতিমতো সন্তুষ্ট নয়, তার প্রকাশ তামিলভূমের ইভিএমে হয়েছে।
প্রবল বিপর্যস্ত কংগ্রেস
এদিকে, বাংলা সহ বহু রাজ্যে কংগ্রেসের প্রবল পতন নিয়েও মুখ খোলেন চিদাম্বরম। তিনি বলেন নিজেদের ফের একবার আবিষ্কার করার সময় এসেছে কংগ্রেসের। রাজ্যস্তরের নেতাদের খুঁজে বের করে তাঁদের হাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছেড়ে দিতে হবে দলকে। উন্নতি তাহলেই হবে।