ফের শিক্ষায় করোনার কাঁটা, NEET-PG পরীক্ষা পিছিয়ে গেল ৪ মাস

করোনার কারণে শিক্ষাক্ষেত্রে প্রবল ধাক্কা আসছে। একের পর একপরীক্ষা হয় বাতিল হয়ে যাচ্ছে নয়তো পিছিয়ে যাচ্ছে। এবার NEET-PG পরীক্ষা পিছিয়ে দেওয়া হল ৪ মাস। ৩১ অগস্টের আগে এইপরীক্ষা নেওয়া সম্ভব হবে না হবে জানানো হয়েছে। পরীক্ষার দিন ঘোষণার আগে পরীক্ষার্থীদের ১ মাস সময় দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এর আগে নেট পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। এমনকী সিবিএসই -র দশম শ্রেণির বোর্ড পরিক্ষা বাতিল করে দেওয়া হয়েছে।দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। সেটা কবে হবে তা এখনও জানানো হয়নি।করোনা সংক্রমণে কারণে আইসিএসই বোর্ডের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। যদিও পশ্চিমবঙ্গ সরকার এখনও বোর্ড পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয়নি।

গোটা দেশেই সব স্কুল কলেজ বন্ধ করেদেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গেও স্কুল কলেজ বন্ধ করে দেওয়া গয়েছে।সব সরকারি স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস চলছিল স্কুল গুলিতে। সেগুলি বন্ধ করে দেওয়া দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই অবস্থা চলবে বলে জানানো হয়েছে।