কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটার বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়র করোনা আক্রান্ত হতেই শোরগোল পড়ে গিয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অ্যাডাম জাম্পা অস্ট্রেলিয়া ফিরে আইপিএলে দুর্বল জৈব সুরক্ষা বলয় নিয়ে যে অভিযোগ করেছিলেন তা কতটা সত্য সেই জল্পনা নতুন করে শুরু হয়েছে এই ঘটনার জেরে। এবার করোনার থাবা চেন্নাই সুপার কিংস শিবিরেও।
(ছবি- বিসিসিআই/আইপিএল)
চেন্নাই সুপার কিংস শিবিরে তিনজন করোনা আক্রান্ত হয়েছেন। তাঁরা হলেন সিএসকে-র চিফ এগজিকিউটিভ অফিসার কাশী বিশ্বনাথন, বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজি এবং দলের বাস পরিষ্কারের দায়িত্বে থাকা এক কর্মী। তবে দিল্লিতে সিএসকে দলের বাকিদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলেই জানা গিয়েছে। এর আগে ফলস করোনা পজিটিভ রিপোর্টের ঘটনাও সামনে এসেছিল। জানা গিয়েছে, সিএসকে-র তিনজনই ফের নতুন করে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। সেই রিপোর্টও পজিটিভ এলে তাঁদের দশদিন আইসোলেশনে থাকতে হবে। টিম বাবলের বাইরে। জৈব সুরক্ষা বলয়ে ফিরে আসার আগে তাঁদের দুটি পরীক্ষার নেগেটিভ রিপোর্টও বাধ্যতামূলক।
কেকেআরের দুই ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় ইতিমধ্যেই আজকের কেকেআর বনাম আরসিবি ম্যাচ স্থগিত রাখা হয়েছে। উল্লেখ্য, চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বাবা ও মা সম্প্রতি করোনা জয় করে বাড়ি ফিরেছেন। আইপিএলের শিবিরে যোগ দিয়ে করোনা আক্রান্ত হওয়ার পর করোনা জয় করে মাঠে ফিরেছেন আরসিবি-র দেবদত্ত পাড়িক্কাল ও দিল্লি ক্যাপিটালসের অক্ষর প্যাটেল।