বেঙ্গালুরুর অর্ধেকের বেশি মানুষই এসেছেন করোনা সংস্পর্শে? চাঞ্চল্যকর তথ্য নয়া রিপোর্টে

দিল্লি মুম্বইয়ের পাশাপাশি গত কয়েকদিনে বেঙ্গালুরুতেও একটানা সংক্রমণের দাপট বাড়িয়েছে মারণ করোনা। য়ার ফলে দেখা যাচ্ছে বেঙ্গালুরুর অর্ধেকের কাছাকাছি জনসংখ্যা কোনও না কোনও ভাবে করোনা রোগীরে সংস্পর্শে এসেছেন। আর তাতেই বাড়ছে উদ্বেগ। ব্রাহাট বেঙ্গালুরু মহানগর পলিকে (বিবিএমপি) জানাচ্ছে বেঙ্গালুরুতে করোনা আক্রান্ত রোগীদের মোট আত্মীয়দের পরিমাণ ৪৮.৫ লক্ষ। যা গোটা শহরের মোট জনসংখ্যার ৪৫ শতাংশ বলে জানা যাচ্ছে।

২০২০ সালের হিসাব অনুযায়ী এই চিত্র। কিন্তু যদি ২০১১ সালের আদমসুমারী হিসাবে দেখা হয় তাহলে দেখা যাচ্ছে প্রায় অর্ধেকের বেশি জনসংখ্যাই কোনও না কোনও ভাবে কোভিড রোগীদের সংস্পর্শে এসেছেন। যদিও মোট ৪৮.৫ লক্ষ জনসংখ্যার মধ্যে ২৩.২ লক্ষ মানুষ সরাসরি করোনা রোগীদের সংস্পর্শে এসেছেন , অন্যদিকে ২৫.৩ লক্ষ মানুষ অন্যদের মাধ্যমে করোনার ছোঁয়াচ মারিয়েছেন বলে জানা যাচ্ছে। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক এক স্বাস্থ্য আধিকারিকের কথা করোনা সংস্পর্শে আশা মোট মানুষের সংখ্যা সাড়ে ৪৮ লক্ষ নয়, তা আদপে ৫১ লক্ষের বেশি।

কেন্দ্র–রাজ্য নয়, কংগ্রেসের থেকে অক্সিজেন সহায়তা দিল্লির নিউজিল্যান্ড মিশনের, চাপে মুছল টুইট

এদিকে গোটা কর্ণাটকে গত ২৪ ঘণ্টায় করোনার কবলে পড়েছেন প্রায় ৩৮ হাজার মানুষ। মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১৬ লক্ষের গণ্ডি। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২১৭ জনের। মোট মৃত্যুর সংখ্যা ১৬ হাজারের গণ্ডি পার করে ফেলেছে। তার মধ্যে এখনও পর্যন্ত শুধুমাত্র বেঙ্গালুরুর শহরাঞ্চলে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ৮১ হাজারের বেশি। গোটা রাজ্যে এখনও পর্যন্ত করোনার কবল থেকে সুস্থ হয়েছেন সাড়ে ১১ লক্ষের বেশি মানুষ।

Covid 19 Update : উত্তর ২৪ পরগনা: গত ২৪ ঘন্টায়য ৩৯৪২ জন করোনায় আক্রান্ত, মৃত্যু হয়েছে ২৬ জনের