মহারাষ্ট্রে লকডাউনের পরবর্তী সময়ে হু হু করে কমতি দেখা যাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যায়। গত কয়েকদিনের হিসাব দেখলে স্পষ্ট হচ্ছে যে মহারাষ্ট্র জুড়ে কীভাবে করোনার দাপট কমতে শুরু করেছে।
এদিকে, করোনা পরিস্থিতিতে এমবিবিএসের ফাইনাল ইয়ারের পড়ুয়াদের কোভিড যুদ্ধে নামিয়ে দিয়েছে কেন্দ্র। এছাড়াও বিএসসি ও জিএনএমের শিক্ষাগত যোগ্যতা রয়েছে এমন নার্সদেরও কোভিড যুদ্ধে নামানো হচ্ছে। ফলে এই পরিস্থিতিতে কেন্দ্র জানিয়েছে যে সমস্ত মেডিক্যাল পড়ুয়া কোভিড যুদ্ধে টানা ১০০ দিন কাজ করবেন, তাঁদের চাকরিতে নিযুক্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
এদিকে, ভারতে করোনা পরিস্থিতিতে মুম্বই ও মহারাষ্ট্রের অবস্থা রীতিমতো আশঙ্কাজনক ছিল গত কয়েকদিনে। সেই জায়গা থেকে ভারতে করোনায় দৈনিক সংক্রমণের পরিস্থিতিতে মহারাষ্ট্রে আজ করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটাই কম। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে ৪৮,৬২১ জন। গত ২৪ ঘণ্টায় মুম্বইতে করোনা আক্রান্তের সংখ্যা ২,৬২৪ জন ছিল। প্রসঙ্গত, গত কয়েকদিনে করোনার জেরে মহারাষ্ট্রে ৬০ হাজার দৈনিক কেস পার হতে দেখা গিয়েছে। এদিকে তার ওপর মুম্বইতে দৈনিক ১১ হাজার করোনা আক্রান্তের সংখ্যা দেখা গিয়েছে। সেই জায়গা থেকে আজকের করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই কম মহারাষ্ট্র ও মুম্বইতে।
এদিকে, শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩,৬৮,১৪৭ জন। গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৩৪১৭ জন। সুস্থতার সংখ্যা অনেকটাই বেড়েছে। ৩,০০,৭৩২ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। ভারতে অক্সিজেন সংকট দূর করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।