উত্তরবঙ্গের চিত্র
উত্তরবঙ্গের, দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া-নকশালবাড়ি, ফাংসি দেওয়া, নাগরাকাটা, ময়না গুড়ি, ধুপগুড়িতে বিজেপি বিজয় নিশান ধরে রেখেছে। কালিম্পং এ জয়ী আইএডি। এদিকে, ফালাকাটা, কালচিনি, কুমারগ্রাম, মাদারিহাট,তুফানগঞ্জ, নাটাবাড়ি, দিনহাটায় জিতেছে বিজেপি। দিনহাটা থেকে নিশীথ প্রামাণিকের জয় রীতিমতো প্রাসঙ্গিক। এলাকায় ডাবগ্রাম-ফুলবাড়িতে মন্ত্রী গৌতম দেবের হার বিজেপিকে জমি পোক্ত করতে সাহায্য করে। এছাড়াও ঘটনাবহুল শীতলকুচিতে বিজেপির জয় হয়েছে। মাথাভাঙা, ফালাকাটা, কোচবিহারের উত্তর দক্ষিণে বিজেপি জয়লাভ করেছে। তবে ম্যাল , রাজগঞ্জ, মেখলিগঞ্জ,জলপাইগুড়ি দখলে রেখেছে তৃণমূল।
২০১৬ সালের ভোটে উত্তরের দলগত পরিসংখ্যান
কোচবিহার জেলায় ৯ এর মধ্যে ২০১৬ সালে ৮ টি তৃণমূলের, ১ টি বামেরা ছিনিয়ে নেয়। জলপাইগুড়িতে ৭ টির মধ্যে ৬ টি তৃণমূলের। ১ টি ইউপিএ জোট পায়। আলিপুরদুয়ারে ৫ টির মধ্যে ৪ টি ঘাসফুলের ছিল , একটি এনডিএ পায়। দার্জিলিং এ ৬ টিতে তৃণমূল হাত খালি করে ফেরে। ৩ টি পায় এনডিএ, ১ টি বামেরা, ২ টিতে ইউপিএ জেতে।
দিনাজপুর থেকে মুর্শিদাবাদের ছবি
চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া মমতা-ঝড়ের দাপটে তৃণমূলের দখলে । ২০২১ সালের ভোটে করণদিঘি, হেমতাবাদ, রায়গঞ্জ, কালিয়াগঞ্জে বিজেপি দখল পোক্ত করে। এদিকে, ইটাহার,কুমরাগঞ্জ, হরিরামপুর, কুশমণ্ডি, চাঁচল, হরিশ্চন্দ্রপুর,মালতিপুর, রতুয়া, মানিকচক,মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর, ফারাক্কায় তৃণমূল জোরালো লড়াইতে গড় জিতে নিয়েছে। এদিকে, মুর্শিদাবাদ ও বরহমপুর কেন্দ্র বাদে গোটা মুর্শিদাবাদে দাপটে উড়ছে তৃণমূলের বিজয় পতাকা।
২০১৬ সালের নিরিখে এই এলাকায় দলগত পারফরম্যান্স
২০১৬ সালে উত্তর দিনাজপুরের ৯ এর মধ্যে ৪ টি আসন তৃণমূলের ছিল, ২ টিতে বামেরা জয়ী, ৩ টিতে ইউপিএ, দক্ষইণ দিনাজপুরে ৬টিতে ২ টি পেয়েছে তৃণমূল কংগ্রেস, ৩ টি বামেরা, ১ টি ইউপিএ, মালদায় ১২ টিতে ১ টি তৃণমূল ,১ টি বামেরা, ৮ টি ইউপিএ, ১ টি এনডিএ। সেই জায়গা থেকে এবার কার্যত শুভেন্দু পরবর্তী তৃণমূলে মালদার পারফরম্যান্স বেশ উজ্জ্বল। মুর্শিদাবাদে ২২ আসনে ২০১৬ সালের ভোটে ৪ টি পেয়েছিল তৃণমূল কংগ্রেস, বামেরা ৪ টি, ১৪ টি ইউপিএ জেতে।
দক্ষিণবঙ্গের ভোট চিত্র, ফোকাসে কেষ্টগড়
দুবরাজপুরকে বাদ দিলে বীরভূমের গোটা মানচিত্রে রীতিমতো অনুব্রত মণ্ডলের সাফল্য প্রমাণিত হচ্ছে। মুরারই থেকে ময়ূরেশ্বর, সাঁইথিয়া, বোলপুর, রামপুরহাট, নানুর, লাভপুর, সাউড়িতে কেবলই তৃণমূল দাপট দেখিয়েছে। এছাড়াও মঙ্গলকোট থেকে বর্ধমান উত্তর, খন্ডঘোষ, মন্তেশ্বরে জয় পয়েছে তৃণমূল। এদিকে, আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পলের হাত ধরে বড় জয় পায় বিজেপি। এছাড়া, রঘুনাথপুর, পারা, পুরুলিয়া, বাঘমুণ্ডি, জয়পুর, বলরামপুর, কাশীপুর, ছাতনা,শালতোড়, কুলটি,তে বিজেপি দাপট ধরে রেখেছে। বাঁকুড়া, ওন্দা, বিষ্ণুপুর, সোনামুখী,ইন্দাস, কোতুলপুরে দাপট ধরে রেখেছে বিজেপি।
হিন্দু ও মুসলিম ভোটের প্রভাব, বাংলার সব থেকে বেশি ব্যবধান এবং কম ব্যবধানের সাত আসন
২০১৬ সালের পারফরম্যান্স দলওয়াড়ি
২০১৬ সালের ভোটে,বীরভূমের ১১ টি আসনের ৯ টি জয় পায় তৃণমূল। সেখানে ১ টি বামেদের ১ টি ইউপিএ পেয়েছিল। বাঁকুড়ায় ১২৩ টির মধ্যে ৭ টু তৃণমূলের, ৩ টি বামেদের, ২ টি ইউপিএ জোট পায়। পুরুলিয়াতে ৯ টিতে ৭ টিতে তৃণমূল আসন পায়, ২ টি ইউপিএর। বর্ধমানে ২৫ টির মধ্যে ১৯ টি তৃণমূল জেতে। বাকি ৫ টি বামেরা, ১ টি ইউপিএ।
হুগলি ,হাওড়া থেকে নদিয়ায় পারফরম্যান্স
গোঘাট, আরামবাগ, পুরশুরা, খানাকুল বাদে বাকি হুগলিতে তৃণমূলের দাপট অব্যাহত। এদিক, ধনেখালি, থেকে তারকেশ্বর, জঙ্গিপাড়া, হরিপাল, সিঙ্গুরের মতো হাইভোল্টেজ আসনে তৃণমূল জয় লাভ করে। উলুবেড়িয়া উত্তর , দক্ষিণ থেকে জগতবল্লভপুর, পাঁচলা,শ্যামপুর, আমলা উদয়নারায়ণপুরে কার্যত রমরমা তৃণমূলের। এদিকে, নদিয়ার তেহট্ট খেকে চাপড়া সর্বত্রই তৃণমূলের জয়জয়কার।
২০১৬ সালের ভোটের নিরিখে ফলাফল
২০১৬ সলের ভোটে নদিয়ার ১৭ আসনের ১৩ টি তৃণমূলের ছিল। সেখানে বামেরা ১ টি আসন পায়। ৩ টি ইউপিএ ছিলষ। হাওড়ায় ১৬টিতে ১৫ টিই তৃণমূলের ছিল। একটি পায় ইউপিএ জোট। হুগলিতে ১৮ টিতে ১৬ টি জেতে তৃণমূল। ১ টি বামেরা পায়, ১ টি ইউপিএ পায়।
২৪ পরগনা থেকে মেদিনীপুর
এদিকে,খড়গপুর সদর, ময়না , ভগবানপুর, খেজুরি , নন্দীগ্রাম, হলদিয়া, কাঁথি দক্ষিণবাদে অধিকারী গড়ের বাকি অংশে সবুজ আবির উড়েছে। অন্যদিকে, ২৪ পরগনায় ভাঙড়ে আইএসএফ একটি আসনে জিতে মোর্চার তরফে কার্যত উজ্জ্বল উপস্থিতি প্রকাশ করেছে। ভাঙড়ে নৌসাদের জয় বাদ দিলে, বিষ্ণুপুরের একটি আসনে জয় পায় বিজেপি। ভাটপাড়া জিতে নেন অর্জুন পুত্র পবন। বাকি গোটা ২৪ পরগনাই সবুজ!
২০১৬ সালের নিরিখে ফলাফল
গত ২০১৬ সালের বিধানসভা ভোটে উত্তর ২৪ পরগনা থেকে ৩৩ আসনের ২৭ টিতে জয় পান তৃণমূল নেতারা। ৩ টি বামেদের, ইউপিএ ৩ টি পায়। দক্ষিণ ২৪ পরগনায় ৩১ আসনে ২৯ টি টিএমসির ২ টি বামেদের ছিল। পূর্ব মেদিনীপুরে ১৬ টিতে ১৩ টি তৃণমূলের ছিল,৩ টি বামেদের দখলে ছিল। পশ্চিম মেদিনীপুরে ১৯ টিতে ১৭ টি তৃণমূলের, ১ টি ইউপিএ , ১ টি এনডিএ পেয়েছে।
নজরে কলকাতা
২০১৬ সালে ১১ টি আসনের কলকাতায় সমস্ত আসনই তৃণমূল দখলে রেখেছিল। এবারেও তার অন্যথা হয়নি। ফলে ২০২১ এও কার্যত একই চিত্র। প্রসঙ্গত দক্ষিণ বঙ্গকে ফোকাস করে বাংলার রণনীতির ঘুঁটি সাজিয়েছিলেন প্রশান্ত কিশোর। আর সেই জায়হগা থেকে কার্যত বাজিমাত করে দিয়েছে তৃণমূল।