মমতাই এবার দিল্লির মোদী-বিরোধী মুখ, জাতীয় রাজনীতিতে প্রভাব বাড়ল বাংলার ফলাফলে

বাংলায় বিজেপির পরিবর্তনের সরকার গড়ার স্বপ্ন একা হাতে ভেঙে চুরমার করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বাঘা বাঘা প্রচারকদের ঝড়-ঝাপ্টা সামলে মমতাই ম্যাচ জেতালেন। একা মমতা যেভাবে মোদী-শাহদের হারিয়ে দিলেন, তারপর জাতীয় রাজনীতিতে তাঁর গুরুত্ব বাড়বেই। ২০২৪-এ তিনিই বিরোধী মুখ হয়ে উঠবেন দিল্লির রাজনীতিতে।

মমতাকে কেন্দ্র করেই আবর্ত বিজেপি-বিরোধী জোট

বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারের প্রত্যাবর্তন হয়েছে। তাঁর প্রত্যাবর্তনে দিল্লির রাজনীতিতে নিজেকে ফের সামনের সারিতে এনে ফেললেন মমতা। বিরোধী মুখ হিসেবে এবার তাঁকে কেন্দ্র করেই আবর্ত হবে জাতীয় রাজনীতি। মোদী-বিরোধী প্রধান মুখ হিসেবে তাঁর গ্রহণযোগ্যতাও অনেকটা বেড়ে গেল।

বাংলা দেখিয়ে দিয়েছে মোদী-শাহদেরও হারানো যায়

মমতার সরকারই প্রত্যাবর্তনে স্পষ্ট বাংলাই পারে। বাংলা দেখিয়ে দিয়েছে মোদী-শাহদেরও হারানো যায়। শুধু ফাইট আর ফাইট। লড়াইয়ের মন্ত্রেই হার মানবেন ওঁরা। আর রাজ্যে রাজ্যে যদি হারে, তাহলে সকল রাজ্যের বিরোধী দল জোট বাঁধলে কেন হারবে না। বিজেপি। এই একতার মন্ত্রেই ২০২৪-এ বিজেপিকে হারাতে হবে। এবার সেই লড়াইয়ে নেতৃত্ব দেবেন মমতাই।

কংগ্রেসের নেতৃত্ব-সমস্যা মমতাকেই এগিয়ে দিয়েছে

মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বাংলার বাইরে নেই। আর যাঁরা মমতার বন্ধু দল, তাঁদের বেশিরভাগেরই এক-একটি রাজ্যে শক্তিশালী। এই অবস্থায় বিরোধী জোটে কংগ্রেস ছাড়া গত নেই। কংগ্রেস এখন প্রধান বিরোধী শক্তি অনস্বীকার্য। কিন্তু কংগ্রেসের নেতৃত্ব-সমস্যা নরেন্দ্র মোদীকে ফাঁকা জায়গা দিচ্ছে জাতীয় রাজনীতিতে।

মোদীকে কঠিন লড়াইয়ের মুখে ফেলতে মমতাই শ্রেয়

কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী যেভাবে ২০১৯-এর আগে লড়াই চালিয়েছিলেন, এখন তাঁকে সেই ভূমিকায় দেখা যাচ্ছে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া মোদী বিরোধী মুখ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে লড়াই করলে মোদীকে কঠিন লড়াইয়ের মুখে ফেলা যাবে বলেই বিশ্বাস রাজনৈতিক মহলের।

মমতার নেতৃত্বেই ২০২৪-এ হারানো যাবে বিজেপিকে

কেন মমতাই মোদী-বিরোধী প্রধান মুখ, তার কারণ হিসেবে বলা যায় বাংলার নির্বাচনে যেভাবে মোদী-শাহদের পরাজিত করেছেন মমতা, তারপর তাঁকে ছাড়া এই মুহূর্তে কোনও নাম উঠে আসতে পারে না। মমতার নেতৃত্বেই ২০২৪-এ হারানো যাবে বিজেপিকে, বিজেপি বিরোধী দলগুলিও তা বিশ্বাস করতে শুরু করেছে।

এক জয়েই জাতীয় রাজনীতিতে মমতার গুরুত্ব শিখরে

বাংলায় মমতার প্রত্যাবর্তনের পর নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তাঁকেই দিল্লি রাজনীতির মুখ ভাবতে শুরু করেছেন অনেকে। এবার এক অর্থে বাংলার নির্বাচনে মোদী বনাম মমতার লড়াই হয়ে উঠেছিল। তাই বাংলার নির্বাচনে বিপুল জয় জাতীয় রাজনীতিতেও বিরাট প্রভাব ফেলেছে। এক জয়েই জাতীয় রাজনীতিতে নিজের গুরুত্বকে শিখরে পৌঁছে দিতে সমর্থ হয়েছেন মমতা।

মমতার কড়া টক্করের মুখে পড়তে পারেন নরেন্দ্র মোদী

মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকেই বলতে শুরু করেছিলেন, বাংলায় তাঁর জয় হচ্ছেই। এক পায়েই বাংলা জয় করতে চলছি। এবার দুপায়ে দিল্লি জয়ই হবে লক্ষ্য। তাই বাংলার ফল প্রকাশের পর মমতার সরকারের প্রত্যাবর্তনে পরবর্তী লক্ষ্য যে ২০২৪-এর লোকসভা নির্বাচন হতে চলেছে, তা স্পষ্ট। দিল্লিতে বিজেপি বিরোধী জোট ফের দানা বাঁধতে পারে মমতার নেতৃত্বেই। আবারও দিল্লির রাজনীতিতে মমতার কড়া টক্করের মুখে পড়তে পারেন নরেন্দ্র মোদী।

Know all about
মমতা বন্দ্যোপাধ্যায়।