তৃণমূল কংগ্রেস ২০০-র দিকে এগিয়ে চলেছে, বাংলায় বিজেপি নামল দুই ডিজিটে

নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে পড়লেও সারা রাজ্যের প্রাথমিক ট্রেন্ডে তৃণমূল কংগ্রেস ২০০-র দিকে এগিয়ে চলেছে। তৃতীয়-চতুর্থ রাউন্ডের শেষে দেখা যাচ্ছে তৃণমূল ম্যাজিক ফিগার পার করে এগিয়ে চলেছে প্রাথমিক ট্রেন্ডে। আর বিজেপি তিন ডিজিট থেকে নেমে দুই ডিজিটে চলে এসেছে।

মমতার দল ২০০ আসনের দিকে এগোচ্ছে

প্রাথমিক ট্রেন্ডে দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস ১৯১ আসনে এগিয়ে রয়েছে। আর বিজেপি এগিয়ে ৯৬টি আসন। বাম-কংগ্রেস-আইএসএফ জোট মাত্র ৫টি আসনে এগিয়ে রয়েছে। এই ট্রেন্ডে তৃণমূল স্বস্তি পাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে বারবার বলেছিলেন তাঁর দল ২০০ আসন পাবে, তা প্রতিফলিত হয় কি না দেখার।

অমিত শাহের ২০০ আসন দাবি খারিজ

বিজেপি প্রাথমিক ট্রেন্ডে ১১৫টি আসনে এগিয়ে গেলেও, তারপর কমতে কমতে ১০০-র নিচে নেমে গিয়েছে। তৃতীয় ও চতুর্থ রাউন্ড শেষে বিজেপি ৯৩টি আসনে এগিয়ে আছে। এই অবস্থায় অমিত শাহরা যে বারবার দাবি করছিলেন ২০০ আসন নিয়ে বাংলায় পরিবর্তনের সরকার গড়বে বিজেপি, তা কার্যত ব্যর্থ হতে চলেছে।

বাম-কংগ্রেসের অস্তিত্বরক্ষাই সংকটে

২০২১-এর বিধানসভা নির্বাচনের ফলে আরও দেখা যাচ্ছে তৃতীয় শক্তি নিঃশেষ হতে চলেছে। বাম-কংগ্রেসের অস্তিত্ব সংকট তীব্রতর হতে চলেছে। মাত্র পাঁচটি আসনে এগিয়ে আছে বাম-কংগ্রেস-আইএসএফ। ২০১৬ সালের নির্বাচনে বাম-কংগ্রেস জোট পেয়েছিল ৭৭টি আসন। সেই নিরিখে বাম-কংগ্রেস অস্তিত্বরক্ষাই সংকট হয়ে দাঁড়াচ্ছ।

হর্স ট্রেডিংয়ের সম্ভাবনা নিয়ে ফিরহাদের বড় বার্তা, প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে বাবুলের কণ্ঠে আত্মবিশ্বাস

দুই তৃতীয়াংশ আসনে তৃণমূল এগিয়ে

যত ভোট গণনা এগোচ্ছে তৃণমূল কংগ্রেস ব্যবধান বাড়াচ্ছে। বিজেপির আসনসংখ্যার দ্বিগুণ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। দুই তৃতীয়াংশ আসনে তৃণমূলের এগিয়ে থাকা বাংলার ভোটে বিশেষ তাৎপর্যপূর্ণ। এই ফলই যদি শেষপর্যন্ত চূড়ান্ত হয়, তাহলে বিজেপিকে যে বাংলা রিজেক্ট করেছে, তা স্পষ্ট হবে।

Know all about
মমতা বন্দ্যোপাধ্যায়।