কারচুপি করেছে শুভেন্দু, নন্দীগ্রামে পুনর্গণনার দাবি নিয়ে কমিশনে তৃণমূলের প্রতিনিধিদল

নন্দীগ্রামে পুনর্গণনার দাবি। কমিশনে গেল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল। ফিরহাদ হাকিম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও'ব্রায়েন। এখনও পর্যন্ত নন্দীগ্রামে ভোটের ফলাফল নিয়ে চূড়ান্ত জটিলতা তৈরি করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাবি করেছেন নন্দীগ্রামে ভোটের গণনায় কারচুপি হয়েছে। এই নিয়ে তিনি আদালতে যাবেন বলে জানিয়েছেন।

নন্দীগ্রামে শুভেন্দুর জয়

নন্দীগ্রামে মুখ রক্ষা হল না মমতার। বাংলায় ল্যান্ড স্লাইড ভিক্ট্রির পরের নন্দীগ্রাম ক্ষত ধরিয়ে দিয়ে গেল তৃণমূলের জয়ে। রাত পর্যন্ত গণনা নিয়ে তীব্র টানা পোড়েন চলেছে সেখান। শেষে শুভেন্দু অধিকারীকেই জয়ী হিসেবে ঘোষণা করা হয়। তৃণমূল কংগ্রেস অবশ্য এই জয়কে মেনে নিতে রাজি নয়। শুভেন্দু জয়ের জন্য কারচুপি করেছেন বলে অভিেযাগ উঠেছে।

পুণর্গননার দাবি

নন্দীগ্রামে পুনর্গণনার দাবি জানিয়েছ তৃণমূল কংগ্রেস। এই দাবি নিয়ে ইতিমধ্যেই কলকাতায় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূলের প্রতিনিধি দল। ফিরহাদ হাকিম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন গিয়েছেন কমিশনে। সেখানে নন্দীগ্রামে গণনায় কারচুপির অভিযোগ করে কমিশনে দাবি জানিয়েছেন তাঁরা। ২০১৬ সালের চেয়েও বিপুল ভোটে জয় হলেও নন্দীগ্রাম হাতছাড় করতে নারাজ শাসক দল।

আদালতে যাওয়ার হুঁশিয়ারি মমতার

জয়ের পরেই রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নন্দীগ্রামের ফলাফল নিয়ে তিনি সন্তুষ্ট নন। মমতা দাবি করেছেন নন্দীগ্রামে ভোটের গণনায় কারচুপি হয়েছে। এই নিয়ে তিনি আদালতে যাবেন বলে জানিয়েছেন। নন্দীগ্রামে মমতার পরাজয় মেনে নিতে রাজি নয় তৃণমূল কংগ্রেসও। শুভেন্দু অধিকারী এখানে ভোটে কারচুপি করছে বিজেপি।

নন্দীগ্রাম বাসীকে অভিনন্দন শুভেন্দুর

মমতা বন্দ্যোপাধ্যায়কে ১ লক্ষের বেশি ভোটে জয়ের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি সেই চ্যালেঞ্জ পূরণ করতে মরিয়া হয়ে উঠেছিলেন। নন্দীগ্রামের ভোটার হওয়া থেকে শুরু করে নন্দীগ্রামে সারাদিন পড়ে ছিলেন তিনি। সেটা করতে পারেননি মমতা। নন্দীগ্রামের আন্দোলনের কৃতিত্ব মমতাকে দিতে নারাজ শুভেন্দু এক প্রকার চ্যালেঞ্জ জিতে গেলেন।

Know all about
মমতা বন্দ্যোপাধ্যায়।